আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহই ধর্ম ও মানুষের প্রভু সেই রক্ষক আমরা কেন ক্ষতির দিকে

সুরা ফিল শানে নুযুল ও বাংলা ব্যখ্যা নবীজী দুনিয়ার আগমনের বেশ কিছুদিন আগে বিধর্মী হেজাজের বাদশা আবরাহা মক্কা আক্রমন করে , তখনকার সময়ে জগতের শক্তি শালি বাদশাহ ছিলেন । ৭০ হাজার সাজুয়া হস্তি বাহিনী ছিল তার যুদ্ধ রন কৌশলের প্রধান উপকরন । আর আরবের কুরাইশরা ছিল সে সময়ে পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ তম বংশ । বিশ্বের সব দেশের লোকেরাই মক্কায় এসে বানিজ্য স্থাপন এবং কোরাইশদের সাথে ছিল ভাল সম্পর্ক । এমনকি কাবা ঘরের সম্মানে তারা কুরাইশদের খিরাজ প্রদান করতেন ।

কুরাইশদের আভিজাত্য কে হেয় করার মানসে বাদশা আবরাহা তার হস্তি বাহিনী লয়ে হটাৎ মক্কা আক্রমন করে এবং ধংশ যজ্ঞ চালাতে থাকে । সে সময় মোহাম্মদ সা এর দাদা কুরাইশ গোত্রপতিদের প্রধান ছিলেন , তার ছিল কয়েক হাজার উট , বাদশা আবরাহার লোকেরা সব উট হস্তগত করলে নবীজীর দাদা আব্দুল মোতালিব বাদশার নিকট গিয়ে উট ফেরত চাইলেন , বাদশা আবরাহা বললেন হে কুরাইশ সরদার আপনার দেশ এবং কাবা এখন আমার হস্তগত আর আপনি কেমন মানুষ এসেছেন নিজের উট ফেরত নিতে সেটা বোকামি কিনা । তৎক্ষণাৎ কুরাইশ সরদার চিৎকার করে বললেন , কানায়ে কাবা আল্লাহর ঘর সেটা রক্ষা করবে যিনি মালিক তিনি । আমি উটের মালিক আমার উট ফেরত না নিয়ে এখান থেকে যাচ্ছিনা , বাদশার বুক ভয়ে কম্পিত হল । আরবের লোকেরা দেখল একধরনের ছোট ছোট আবাবিল পাখি তাদের নখরে পাথর , আরআকাশ থেকে লক্ষ লক্ষ পাথর বৃষ্টি হস্তি বাহিনীর মাথায় পড়ে ধুলুয় মিশতে লাগল , নিমিশেই আব্রাহা এবং তার হস্তি বাহিনী , জাঁকজমক সবি নিশ্চিহ্ন হয়ে গেল ।

সুতরাং ইসলাম যদি আল্লাহর মনোনীত ধর্ম হয় তাহলে রক্ষা করবে সেই , আমরা এস শয়তানের কুমন্ত্রনা হতে নিজেদের রক্ষা করি নয়ত দুনিয়া ও আখেরাত আমাদের জন্য হবে অন্ধকার । আল্লাহ আমাদের কে তার হাবিবের আদর্শে এবং সঠিক সরল পথে রহমত হেদায়েত ও বুঝ দিন । আমিন সত্যর আলোক ও চেনা চাই সেই জ্ঞান হৃদয়ে জ্বালি তাই কোরআন , কিতাবের শাশ্বত বানি অন্ধকার দূর করে নিজেরে চিনি । মানবতা আর সত্য কে লয়ে সাথি সমাজে গড়ি এস শান্তি ও সম্প্রিতি উদার হৃদয় খুলে এস মিশে যাই খোদার দেয়া জগতে শোক্রিয়া জানাই । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.