আমাদের কথা খুঁজে নিন

   

আবারও শাহবাগ, আবারও কবীর সুমন এবং আবারও ধন্যবাদ

আমি খুব সাধারণ একজন। সাধারণের ভিড়েই আমার বেড়ে ওঠা ,সাধারণের ভিড়েই বিচরণ আর সাধারণের ভিড়েই পথ চলা ...... তিন মিনিট কথা ও সুর ঃ কবীর সুমন তিন মিনিটের জন্য শাহবাগ হল দেশ, তিন মিনিটের জন্য দেশটাই শাহবাগ এ হলো নতুন যুগের জন্ম আকাশে পূর্বরাগ। তিন মিনিটের নীরবতা হলো যুগের আঁতুড় ঘর গণতন্ত্রের অভিষেক হবে দুনিয়ায় এর পর। শহীদ যোদ্ধা বীরাঙ্গনারা ইতিহাস জুড়ে জাগে যৌবন যায় ইতিহাস গড়ে আজকের শাহবাগে। দূর থেকে তবুওআমি শামিল শামিল অন্যরাও, বুড়ো সুমনের একটাই কথা আমায় সঙ্গে নাও।

গানের লিঙ্ক শাহবাগের প্রজন্মের জয়গান নিয়ে সুমনের আগের গানগুলি। শাহবাগে রাতভোর কথা ও সুর ঃ কবীর সুমন শাহবাগে রাতভোর স্মৃতিতে একাত্তর নব ইতিহাসে সাক্ষী রইল প্রজন্ম চত্বর। শ্লোগানে শ্লোগানে কাঁপে লাখো নবীনের বুক ছেলে মেয়েদের মুখেই আমার বাংলাদেশের মুখ। হাত ধরে ছেলে মেয়ে মুক্তির গান গেয়ে জেগে আছি প্রহরীর মতো আসল বিচার চেয়ে। শহীদ জননী দেখেছেন জাগরণ প্রস্তুতি সুফিয়া কামাল কাছেই আছেন বিদ্রোহী নাতিপুতি।

গানের লিঙ্ক গণদাবী কথা ও সুর ঃ কবীর সুমন বিমানে উড়তে তিরিশ মিনিট এতো কাছে তবু দূর বিলকুল নেই পাসপোর্ট ভিসা সীমানা চেনে না সুর। সীমানা চিনি না আছি শাহবাগে আমার গীটারও আছে, বসন্ত আজ বন্ধুরা দেখো গণদাবী হয়ে বাঁচে। বাঁচো গণদাবী, বাঁচো গণদাবী আসল বিচার চাই, যার যা পাওনা তাকে সেটা দাও গণদাবী একটাই। গানের লিঙ্ক  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.