আমাদের কথা খুঁজে নিন

   

আবারও রাবের গুলি, আবারও রক্তের ঝলকানি : এবার খুন হল স্কুলছাত্র শুভ

ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায় নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় গতরাতে রাব-১০ অভিযান চালানোর সময় মাদক ব্যবসায়ীদের হামলা ঠেকাতে র্যাবের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছে স্বাধীন আহমেদ শুভ শেখ নামে এক স্কুলছাত্র। গুলিবিদ্ধ হয়েছে ওই স্কুলছাত্রের ছোট ভাই সোহাগ ও সহপাঠী বাদল মিয়া । এদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা বটতলা বউবাজার এলাকা এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র ও গুলিবিদ্ধ তার ছোট ভাই সোহাগ বটতলা এলাকার নাসির মিয়ার বাড়ির ভাড়াটিয়া টেম্পো চালক আবু সাঈদের ছেলে।

গুলিবিদ্ধ অপরজন বাদল মিয়া একই এলাকার আবুল বাশারের ছেলে। নিহত শুভ ও সহপাঠী বাদল মিয়া দুজনই পাগলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র। নিহত শুভর মা রহিমা বেগম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টায় কোচিং পড়া শেষে সে বাড়িতে আসে। রাত ৯টায় শুভর ছোট ভাই সোহাগ চানাচুর কিনতে বাড়ির বাইরে যায়। কিন্তু তার বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাকে খুঁজতে বের হয় শুভ।

এর কিছু সময় পর তিনি এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পান। পরে তিনি বাড়ির বাইরে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তার দুই ছেলে শুভ ও সোহাগকে দেখতে পান। এলাকাবাসীর সহায়তায় তিনি দুই ছেলেকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শুভ মারা যায়। গুলিবিদ্ধ সোহাগকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এদিকে প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানায়, শুভ ও সোহাগের পাশাপাশি বাদল ঘটনার সময় তারা তিনজনই একসঙ্গে দাঁড়িয়েছিল।

এলাকার একটি সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে র্যাব-১০-এর সাদা পোশাকের একটি টিম বটতলা এলাকায় অভিযান চালায়। ওই সময়ে র্যাবের অভিযানে থাকা সাদা পোশাকধারী সদস্যদের ওপর হামলা চালায় স্থানীয় মাদক ব্যবসায়ী আলী হোসেন, সোহরাব, আরিফ, জুয়েলসহ তাদের সহযোগীরা। এ সময় র্যাবের একজন সদস্যকে মাদক সন্ত্রাসীরা ছুরিকাঘাত করলে র্যাব এলোপাতাড়ি গুলি চালায়। র্যাবের গুলিতে মাদক ব্যবসায়ীদের কেউ গুলিবিদ্ধ না হলেও পাশের একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা শুভ, সোহাগ ও বাদল মিয়া গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় শুভ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে র্যাব-১১-এর সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমরা যতটুকু জানি রাত ৯টার দিকে পাগলা এলাকায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে র্যাব-১০ অভিযান চালিয়েছে। এর বেশি তথ্য প্রয়োজন হলে র্যাব-১০-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.