আমাদের কথা খুঁজে নিন

   

আবারও যৌন নির্যাতন , আবারও মাদ্রাসা শিক্ষক । মাদ্রসা শিক্ষা ব্যবস্থা আজ কোথায় ??

ব্লগের একমাত্র অলস ব্লগার । আবারও যৌন নির্যাতন , আবারও মাদ্রাসা শিক্ষক । আজকের প্রথম আলোর খবরটা পড়ুন ছাত্রকে যৌন নির্যাতন, মাদ্রাসাশিক্ষক কারাগারে গত কয়েকদিনের পত্র পত্রিকা ধর্ষণ বা যৌন নির্যাতনের খবরাখবর নিয়ে বেশ গরম । পরিমল কাহিনীর পর টানা কয়েকদিন পত্রিকায় ধর্ষণের খবর আসছে । দেখুন গত কয়েকদিনের ধর্ষণের খবরগুলো ।

১. ১৩ বছরের বালিকা ধর্ষণের শিকার ৭৫ বছরের মক্তব শিক্ষকের কাছে ২. স্কুল ছাত্রীর ধর্ষনের ছবি ইন্টারনেটে দেয়ার অভিযোগে মাদ্রাসা ছাত্রের নামে মামলা ৩. চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণের শিকার ৪. উখিয়ায় অপহরণের পর শিশুকে ধর্ষণ! ৫. ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আখাউড়ায় শিক্ষক গ্রেপ্তার ৬. ‘মাইয়াডারে নিইয়া অন্যের বাড়িতে আশ্রয় নিছি’ এরই ধারাবাহিকতায় সর্বশেষ উদাহরণ হল আজকের এই ঘটনা । ফেছবুকে পাভেল ভাই একটা লিঙ্কটা শেয়ার করেছেন এভাবে Pavel Mohitul Alam ‎'পরিমল-জাকির'দের কোনো ধর্ম নেই। এদের একটাই পরিচয়- এরা ধর্ষক! 'ছাত্রী' না, 'ছাত্র'কে যৌন নির্যাতন করে গ্রেফতার হয়েছেন মাদ্রাসা শিক্ষক জাকির। যারা এতদিন বলেছেন, বোরকা পড়লে কোনো মেয়ে ধর্ষিতা হয় না, তারা এখন কী বলবেন? ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য এই ছেলেটারও কি বোরকা পড়া উচিৎ ছিল? কিছু হুজুর টাইপ মৌলানা মাদ্রাসা শিক্ষা নিয়া এত লাফালাফি করেন , আচ্ছা বলুন তো মাদ্রাসা তাহলে কি শেখাচ্ছে ?? মাদ্রাসা থেকে কি নৈতিকতা মুছে গেল ? ধর্ষণগুলোর তালিকা থেকে দেখা যায় স্কুলের শিক্ষকেরা যেমন যৌন নির্যাতন করে তেমনি মাদ্রাসার শিক্ষকেরাও বাদ যান নি । তাহলে প্রশ্ন উঠে মাদ্রাসায় কি নৈতিকতা শিক্ষা দেয়া হয় না ?? এমন নির্যাতনকারী হুজুর মাদ্রাসার শিক্ষার্থীদের কি নৈতিকতা শিক্ষা দেবেন তা আমার বোধগম্য না ।

ভাবতে কষ্ট হয় এককালের সনামধন্য মাদ্রাসার আজ এ হাল কেন ? এর জন্য দায়ী কে ? উগ্র মৌলবাদ নয় তো ? পত্রপত্রিকায় ধর্ষণের কোন খবর এলেই কিছু হুজুর টাইপ ব্লগার মেয়েদের পোষাক নিয়ে প্রশ্ন তোলেন । তাহলে আজকের ঘটনায় পাভেল ভাইয়ের মত বলতে হয় "ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য এই ছেলেটারও কি বোরকা পড়া উচিৎ ছিল?"  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.