আমাদের কথা খুঁজে নিন

   

ফারহান আলী ক্বাদ্‌রী--- একটি যাদু মাখা কণ্ঠের নাম

একটি বালকের অবিস্মরণীয় সুরেলা কণ্ঠের প্রশংসার দাবীদার। হয়তো অনেকেই তাকে চিনেন এবং তার দরদি কণ্ঠে গাওয়া অনেক হামদ্‌- না’ত, গজল, দরুদ শরিফ, মিলাদ-মাহফিল ইত্যাদি শুনেছেন বা দেখেছেন। বালকটির নাম ফারহান আলী ক্বাদ্‌রী। ১৯৯৫ সালের ১ অক্টোবর পাকিস্তানের সবচেয়ে উষ্ম প্রদেশ জ্যাকোবাবাদের একটি বেলোচ পরিবারে জন্ম গ্রহণ করেন ফারহান আলী ক্বাদ্‌রী। বাবার নাম ফজল মোহাম্মদ।

মাত্র পাঁচ বছর বয়সে ফারহান তার স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে ইসলামিক হামদ্‌-না'ত আবৃত্তিতে তার অভূতপূর্ব দরদি কণ্ঠের পরিচয় দেন। তার সুরেলা কণ্ঠের আওয়াজ শুনে মুগ্ধ হন হাজার হাজার মানুষ। তার কণ্ঠে আল্লাহ তা'য়ালা দান করেছেন এক বিষ্ময়কর যাদু। আজ সেই যাদুতে মন ভুলিয়েছেন লক্ষ লক্ষ মানুষকে। তিনি বিভিন্ন ভায়ায় হামদ্‌-না'ত ও ইসলামিক গজল পরিবেশন করেন।

উর্দু, পাঞ্জাবি, সিন্দি, সারাইকি, হিন্দি, ইংরেজি এবং বাংলাতেও একটি না'ত গেয়েছেন। ফারহান আলী কাদ্‌রী পাকিস্তানের গন্ডি ছাড়িয়ে বিশ্বের বুকে পরিচয় লাভ করেন তার জনপ্রিয় না'ত---"নূর ওয়ালা আয়া হে...." গেয়ে। তিনি পাকিস্তানের অনেক শহর-বন্দর-গঞ্জে মাহফিল করেছেন এবং দেশের বাহিরেও তিনি অনেক লাইভ প্রোগাম করেছেন। বাল্য বয়সেই তিনি অনেক অডিও-ভিডিও এ্যালবাম বের করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে অনেক এ্যালবাম প্রচুর বিক্রিও হয়েছে।

তার গাওয়া হামদ্‌-না'ত ও বিভিন্ন ইসলামিক পরিবেশনার সম্ভার বিশ্বের সকলের জন্য উন্মুক্ত করেছেন তার নিজস্ব একটি ওয়েব সাইটে। তথ্য-১. ফারহান আলী ক্বাদরীর নিজস্ব ওয়েব সাইট ২. হামারি ওয়েব ডট কম ৩. উইকিপেডিয়া  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.