আমাদের কথা খুঁজে নিন

   

ফারহান দাউদ, আপনার অস্তিত্ব আছে, তাই আপনাকে প্রশ্নটা করছি

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

আমি আপনার পোষ্টেই আবার মন্তব্য দিতাম, কিন্তু আমি বলেছিলাম আপনার পোষ্ট পড়লেও পরবর্তীতে মন্তব্য করবো না। মন্তব্যটা কেনো ডিলিট করলেন? ডিলিট করার মতো কি ছিলো এখানে? যে মন্তব্যটি ডিলিট করা হয়েছে তা নিচে দেওয়া হলোঃ ---------------------------------- ------------------------------------- ""পোষ্টের সাথে অপ্রাসঙ্গিক মন্তব্য, বুঝতে পারলাম যে আপনার মস্তিষ্কে আপনি কতটুকু মেধা রাখার ক্ষমতা রাখেন। যানযট নিরসনের লেখায় বুয়েটের প্রসঙ্গটা না আনলেই পারতেন। আর প্রশ্নের উত্তর না দিয়ে আবোল-তাবোল না বললেই পারতেন। আপনার ব্লগে আমার মতো ব্লগার না আসলে আপনার কোনো ক্ষতিই হবেনা! সুতরাং এরপর আর আসার প্রয়োজন মনে করছিনা।

আপনি যেহেতু বুয়েটে আছেন আপনি মেধাবী, এটা ঠিক, তবে মেধাবীরা সবক্ষেত্রে মেধাবী হতে পারে না! আমার এই মন্তব্যটা আমি অপ্রাসঙ্গিক মনে করছি, এজন্য আমি দুঃখিত। -------------------------------------------------------------------------- @দেশী, স্বাধীন দেশে বাস করে নিজের অস্তিত্ব নিয়ে মন্তব্য করতে ভয় পান কেনো? নিজের অস্তিত্ব নিয়ে আবোল-তাবোল বলতে আসেন। আর ভাই ফারহান, দেশীর মন্তব্যের রিপ্লাই দেন. . . উনি বুঝি পোষ্টের সাথে প্রাসঙ্গিক মন্তব্য করেছেন? আমার মতে এইসব ব্লগারকে ইগনোর করা প্রয়োজন, যাদের কাজ হচ্ছে ভূয়া নিক নেম নিয়ে পরাধীনতার পরিচয় দিয়ে মন্তব্য করা। --------------------------------------------------------------------------- আমার মন্তব্যে যদি কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন তাহলে দুঃখিত। আমি আর আপনার ব্লগে মন্তব্য করবো না।

হয়তো লেখা পড়তে পারি। এই লেখাটা কিন্তু আমার খারাপ লাগেনি, ভালোলাগা থেকেই প্লাস দিয়েছিলাম। তবে আলোচনা এবং সমালোচনায় কিছু প্রশ্ন করেছিলাম, যার কয়েকটির উত্তর আপনার জানা নেই। কেউ সমালোচনা করলে খারাপভাবে না নিয়ে সেটা নিয়ে ভাবা উচিৎ। সমালোচনায় লেখার উন্নতি হয় এবং একমুখাপেক্ষী হওয়া উচিৎ না।

--------------------------------------------------------------------------- ভালো থাকবেন। দেশ নিয়ে যেখাবে ভাবছেন সেভাবেই ভাবতে থাকুন। সত্যিকার অর্থে সবাই কিন্তু ভাবে না! আপনাদেরকে দেশের খুব প্রয়োজন। এবং অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য আবারো দুঃখিত"" ************************************************ উপরেরটুকু মন্তব্য ছিলো। ----------------------------- প্রিয় ফারহান, যদি লেখার আলোচনা সমালোচনা না চান তাহলে লেখার উপরে তা লিখে দিলেই ভালো হতো।

আপনি কি চান আর না চান তা আমি বুঝেছি। আমি যদি সমালোচনা না করে শুধু বলে আসতাম দারুন লেখা, পোষ্টে প্লাস তাহলেই হয়তো আপনার ভালো লাগতো.................. অনেকেই তা করে, না পড়েই প্লাস দেয়, হা হা হা....... মূলত ব্লগটা আলোচনা-সমালোচনার জন্যই ব্যাবহার করা উচিৎ। গ্রুপিং করে প্লাস পাওয়াতে আনন্দ থাকে না। ---------------------------------------------------------------------------- ভালো থাকুন। সাময়িক পোষ্ট।

এখন সময় ভোর, আজ রাতে সাময়িক পোষ্টটা আবার পোষ্ট করবো. . . কেনো ডিলিট করা হলো, প্রশ্নটা সেখানেই। ব্লগারগনও দেখুক সেখানে ডিলিট করার মতো কোনো কিছু ঘটেছিলো কিনা!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.