আমাদের কথা খুঁজে নিন

   

ফারহান দাউদের মতে "এস্কিমো একজন রাজাকার"! - আমি কি মাইন্ড করমু?

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

সুশীল ব্লগার ফারহান দাউদ ইদানিং নতুন ভাবে রাজাকার চিহ্নিত করা শুরু করেছেন। ধারনা করা হয় যে, আস্ত মেয়ে নামক গো.আ ভক্ত একজন ব্লগারের অনুপ্রেরনা এবং প্রদর্শিত পথই হলো উনার নুতন বোধের কারন। উনি এখন সম্ভবত পিছনের দিকে হাটছেন। যদিও ব্লগের ৩য় ভার্সানে রেটিং পদ্ধতি পরিবর্তন হইয়াছে..কিন্তু উনি কোন এক বিশেষ কৌশলে এখন মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্টে ৫ রেটিং করছেন বলে জানিয়েছেন। এখানে দেখুন উনার বয়ান: ২৮ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৭ লেখক বলেছেন: এস্কিমো,এইতো বুঝতে পেরেছেন,আপনি রাজাকার,ভালো,আত্মোপলব্ধি ভালো জিনিস।

কোন অভিধান না,আক্ষরিক অর্থেই আপনি একজন পূর্ণ রাজাকার,কারণ রাজাকারের সবচেয়ে বড় টেস্টটা আপনি পাশ করে গেছেন,বেহায়ামি টেস্ট,গদাম লাথি খেয়েও বারবার ফিরে আসেন নিজেকে বড় রাজাকার প্রমাণ করতে,অবশ্য আপনার মত মগবাজারের পয়সা খাওয়া অভিজ্ঞ রাজাকারের কাছ থেকে আর কি-ই বা আশা করতে পারি বলেন? দেখাই তো গেলো,বাংলাদেশের খেলা নিয়া পোস্ট,আর আপনে পড়লেন পাবলিকরে রাজাকার বানাইতে,বললেন না এইজন্য মগবাজার আপনারে কত দেয়?আর মাইয়া মানুষের মত খোঁচাখুঁচি আর অন্যরে আক্রমণ করা বাদ দিলে এইখানে আইসেন,আপনের মত রাজাকাররে লাথি মারতেও আজকাল খারাপ লাগে। ফারহান দাউদের অনুপ্রেরনা: ১) সন্ধ্যাবাতিঃ ভাবতে শেখানো নিরন্তর ২) আস্তমেয়েঃ হারিয়ে যাওয়া মায়াবতী ইদানিং উনি পজেটিভ থিংকিং এ বিশ্বাসী বলে আমরা জানতে পেরেছি। সুস্পস্ট জামাতি হিসাবে ঘোষনা দেওয়া ব্লগাররা এখন ফারহান দাউদরে লেখার ভক্ত। - একটা কথা বলা দরকার, এই ব্লগে ব্রগিং শুরু করার পর বুয়েট নিয়ে একটা বিতর্কে আমি সংগত কারনেই ফারহান দাউদ আর মেহরাব শাহরিয়ারে পক্ষে যাইনি। এর পর থেকেই এই গোষ্টি আমার পিছনে লেগেছে।

মেহরাব চেষ্টা করেছে আমাকে গালিবাজ প্রমান করতে - কিন্তু ব্যর্থ হয়েছে। আর মাহিদ্র রায় নামে একজন ব্লগে সর্বপ্রথম আমাকে গালি দেয়। এই সুশীল পজেটিভ ব্লগাররা তখন থেকেই দেখতাম শিবির জামাতের সাথে মাখামাখি ভাব। ব্লগে আসার পর থেকে কেক বাংলাদেশ বা সুধাসদন নামক ব্লগারদের কাছে নিয়মিত গালি শিনে আসছি। এটা বোধগম্য।

যেদিন ফারহান দাউদ আমাকে গালাগালি শুরু করলো - কৌতুহল বশে ওর ব্লগে গিয়ে যখন দেখলাম গো. আর ভ্‌তের শিষ্য সে....তারপর কি আর মাইন্ড করতে পারি? মোটা কম্বল গায়ে দিলেই কি রাজাকার মুক্তিযুদ্ধ হয়, আর আন্ধাগুন্ধা ৫ দিলেইকি আর মুক্তিযুদ্ধের পক্ষ প্রমানতি হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.