আমাদের কথা খুঁজে নিন

   

দেশে সর্বদা নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সরকার পাবার নূতন ফর্মূলা

বাস্তবে যাই হোক,দেশের মধ্যে যে কোন সরকার সবসময় নিরপেক্ষ,সত্যনিষ্ঠ ও যোগ্যতার সাথে কাজ করবে এটাই উচিৎ এবং দেশবাসীর প্রত্যাশা । তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবীর পেছনে একটাই যুক্তি শোনা যায়,দলীয় সরকার নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ হয়না ,শুধু তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ হয়, । . তাহলে শুধু নির্বাচনের সময় কেন সকল সময়ের জন্যই আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই । এ নূতন প্রস্তাব বাস্তবায়িত হলে, গণতন্ত্র বজায় রেখে,রাজনীতিবিদদের অধিকার সমুন্নত রেখে দেশে সর্বদা নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সরকার প্রতিষঠিত হবে। ।

এ নূতন দাবী বাস্তবায়িত হবার জন্য নাজানি হুদার মত কিছু নূতন ফর্মূলা দিচ্ছি br /> (ক) জনগণ সংসদ সদস্যদের নির্বাচিত করবে। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হল,"জনগণ সকল ক্ষমতার উৎস" এটাও প্রমাণিত হল । "গণতন্ত্র প্রতিষ্ঠা" ও আপ্তবাক্য "জনগণ সকল ক্ষমতার উৎস" এ দুটি phenomenon আমাদের দেশে শুধুমাত্র ভোটের সময়ই দেখা মেলে , অন্য সময় অদৃশ্য থাকে। (খ) নব-নির্বাচিত সংসদ সদস্যগণ যথারীতি সরকার গঠন করবে। এবং নবগঠিত সরকার যথাশীঘ্রসম্ভব ( ধরুন ৭ দিনের মধ্যে) তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের নিকট ক্ষমতা হস্তান্তর করে দিবে ।

আরেক নির্বাচন আসা পর্যন্ত তাদের নিজেদের ব্যক্তিগত কাজ ছাড়া জনগণ এর জন্য কোন কাজ করার প্রয়োজন হবেনা। তবে তারা ইচ্ছা করলে, এখনকার মত, কাজ না করেও ( অর্থাৎ সংসদে না গিয়েও) বেতনভাতা পেতে পারেন। রাজনীতিবিদদের চাওয়া-পাওয়া অতীব সামান্য । তারা দুটি মাত্র অধিকার পেলেই সন্তুষ্ট । তাদের একটি অধিকার, উপরোক্তভাবে নির্বাচিত হওয়া,, তারপর মন্ত্রী হওয়া,, টেলিভিশনে নিজেদের তেল-চিক-চিক চেহারা দেখানো, এগোলো অতি সহজেই তারা পেয়ে গেলেন ।

তাদের দ্বিতীয় অধিকার ( তথা চাহিদা ) হল জনগণ এর সম্পদ চুরি করার সুযোগ ও অধিকার । এবং বমাল বা হাতেনাতে চুরিতে ধরা পড়ে মামলা হলেও সে মামলা রাজনোৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েছে বলে ঘোষনা পাওয়ার অধিকার । "সর্বদা তত্ত্বাবধায়ক সরকার থাকবে" এ নূতন নিয়মে রাজনীতিবিদদের এ দ্বিতীয অধিকারটি পেতে একটু বেগ পেতে হবে । তবে যারা smart, তারা ঠিকই তত্ত্বাবধায়ক সরকার এর উপদেষ্টাদের সাথে লাইন করে তাদের এ দ্বিতীয় অধিকারটিও অর্জন করে নিতে পারে । এ নূতন প্রস্তাব জনগণ ও রাজনীতিবিদরা লুফে নেবে।

শিশু ও পাগল ছাড়া দেশের আপামর জনগণ এ নূতন প্রস্তাবকে সমর্থন দিবে বলে আমি মনে করি। . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.