আমাদের কথা খুঁজে নিন

   

গোলাপী আভার মেয়ে

পল্লবীনী, চোখের খাঁজে গোলাপী আভার মেয়ে আমি এই জীবনে আর দেখিনি; এমন হলুদ গা দেখিনি, গালে কালো তিল দেখিনি ঠুনকো অভিমান দেখিনি, তীর্থ আমার দেখবো বলে ছুঁয়ে তোমায় নিদ্রা গেলে নিঃস্ববাসে, সেইতো আমি দাঁড়িয়ে আছি অশ্বত্থ হয়ে তোমার আশে পথের পাশে। অনেক আশে নুইয়েছিলাম নয়নজ্যোতি, তোমার পথের ধুলো নিয়েই ভেবেছিলাম কিইবা ক্ষতি, পায়ের নুপূর হতে চেয়ে পথের ধুলো, সেওতো ভালো। অষ্টপ্রহর চিনেছিলাম চুলের সিঁথি চুলের কালো, সেথায় খুঁজে চেয়েছিলাম অরণ্য পথ, অরুণ আলো। এমন তো নয় ডাকছি তোমায় হিমালয়ে দিগ¦ীজয়ের অভিপ্সাতে, দেখবো শুধু আলতো ছুঁয়ে চান্নিপসর মদির রাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।