আমাদের কথা খুঁজে নিন

   

বেদনার রঙ গোলাপী

তাকে খুঁজতে মেঘ পাঠিয়েছিলাম। কিছু মেঘ ভেসে গেল সময় স্রোতে। কিছু পথ ভুলে ফিরতে পারল না। কিছু হারিয়ে গেল বিদ্যুৎ স্ফুলিঙ্গে। অবশিষ্ট যা ছিল, খেয়ে ফেললো কোন ক্ষুধার্ত কালো অন্ধোকার।

বৃষ্টিহীন মরুভূমিতে আমি এখন বালুর সওদাগর।

কাল আমার পরীক্ষা। ইলিমেন্টারী ম্যাথমেটিকস্। গত তিন দিন ধরে কোন পরীক্ষা ছিল না। ছুটি ছিল বলে পড়া-শুনা থেকেও ছুটি নিয়েছিলাম।

তাছাড়া এখন আর আগের মত মনও বসাতে পারি না। উড়তে চায়, ডানামেলে, খোলা আকাশে। আজে-বাজে সব চিন্তা আমার মাথার ভেতর ঘুরঘুর করছে। হয়ত বয়সের দোষ হয়ত আমার। ওকে নিজের করে পাবার জন্য দেহ-মন বারবার বিবেকের সাথে দ্বন্দ্ব বাধাচ্ছে।

ওর ভেতরে প্রবেশের সুযোগ পেয়েও পবিত্রতার খাতিরে যা থেকে বিরত রেখেছিলাম কামনা-বাসনাকে। আজ হঠাৎ করেই ক্রমে ক্রমে বেয়ারা হয়ে পড়ছে। মাঝে মাঝে মনে হয় পুরুষাঙ্গটা কেটে শরীর থেকে বাদ দিয়ে দিই। এর কারনেই যত বিপাক। কেন সে বোঝে না ওই দুষ্ট মেয়েটি এখন আর আমার না।

অন্য কোন পুরুষ আজ তাকে ছিড়ে-কুড়ে-নিংড়ে খায়। তাছাড়া ওকেই বা কি দোষ দিব। যখন পারতাম তখন তো ওর কথা শুনি নি। দুপায়ের চাপে দমিয়ে রেখেছি। বলতাম এখন নয়, এভাবে নয়।

সময় হলে তোকে শান্ত-ক্লান্ত হবার সময় দিব। ওর তো এখন প্রতিশোধ নেবারই সময়। বুকের ভেতরটা প্রচন্ড খঁা খঁা করে। ও বোঝেনা সে আর এ বুকে আসবে না। ওর নরম ও উদ্ধত বুকের পরশ সে আর পাবেনা কোনদিন।

আমার শরীরের প্রতিটি অঙ্গ আজ আমার সাথে সংঘর্ষে লিপ্ত। কেউ বোঝেনা আমাকে , যেভাবে সেও বোঝিনি। কাকে দোষ দিব আজ। নিজেকে নাকি তাকে। নাকি অসভ্য শরীরটাকে।

কিছু প্রশ্নের উত্তর হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।