আমাদের কথা খুঁজে নিন

   

সরকার এবং তথ্য গোপন করার প্রবণতা...

শফিক হাসান আমাদের রাজনৈতিক নেতারা কারণে-অকারণে বাণী দিতে পছন্দ করেন। বাণী দেওয়া তাদের পছন্দের কাজগুলোর অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা র‌্যাব (RAB) কর্তৃক নির্যাতিত কলেজছাত্র লিমনকে নিয়ে একটি 'ইতিবাচক' মন্তব্য করেছেন। সে খবর প্রচার করে সরকারি বার্তা সংস্থা বাসস। কিন্তু প্রচারের ২ ঘণ্টা ৩৫ মিনিট পরেই বাসস খবরটি প্রত্যাহার করে নেয়। কেন এই পলায়ণপরতা, কার ভয়ে? বাসস যদি কোনো সংবাদই প্রচার না করে তাহলেও কি কিছু যাবে-আসবে? রাষ্ট্র তার প্রতিটি নাগরিকের আশ্রয়দাতা। কিন্তু রাষ্ট্র নিজেই যখন ধর্ষক হয়ে ওঠে, নাগরিকের পালানোর জায়গা থাকে না। রাষ্ট্র যখন লিমন নামের এক দরিদ্র কিশোরের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, র‌্যাব যখন তার দানবীয়তার সর্বোচ্চ প্রকাশ ঘটায়_সংবেদনশীল মানুষের চোখের পানিটুকু ফেলার জায়গাও খুঁজে পাওয়া যায় না। কোনদিন না আবার সরকার বা র‌্যাব (RAB) ঘোষণা দিয়ে বসে, এ দেশের ষোল কোটি মানুষই সন্ত্রাসী! একটা সত্যকে চাপা দিতে গিয়ে সরকার এবং র‌্যাব আরো কত হাজার মিথ্যাচার করবে? (মন্তব্যটি দৈনিক কালের কণ্ঠ'র রাজনীতিবিষয়ক ম্যাগাজিন 'রাজনীতি'তে প্রকাশিত, ০৭.০৬.২০১১)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.