আমাদের কথা খুঁজে নিন

   

অভাগা বাংলাদেশ!!!

১৯৯৬ সালে আমি তখন এস এস সি পরীক্ষার্থী ছিলাম। তত্বাবধায়ক সরকারের দাবীতে আন্দোলন সংগ্রামে উত্তাল সারা বাংলাদেশ। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টির জোটবদ্ধ অসহযোগ আন্দোলনের কারনে আমার পরীক্ষা পিছিয়ে গিয়েছিল। রাজনৈতিক সচেতনতা না থাকলেও এতটুকু আমার মনে আছে। আর আজ ২০১১ সাল।

প্রায় ১৫ বছর পর আবারও সারা বাংলাদেশ উত্তাল হতে যাচ্ছে। অস্থির হয়ে পড়ছে এদেশের রাজনৈতিক পরিস্থিতি। সবচেয়ে মজার ব্যাপার একই দাবীতে অর্থাৎ সেই তত্বাবধায়ক সরকারের দাবীতে আবারও আন্দোলন সংগ্রামের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সারা দেশব্যাপী চলছে সকাল সন্ধ্যা হরতাল। আর এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে সেই সময় যাদের কাছে তত্বাবধায়ক সরকারের দাবী পেশ করা হয়েছিল, যারা তখন তত্বাবধায়ক সরকারের কনসেপ্টই বুঝতে চাচ্ছিলনা, তৎকালীন প্রধানমন্ত্রী বর্তমান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেই ফেলেছিলেন মানুষ কখনও নিরপেক্ষ হয়না, শুধুমাত্র শিশু আর পাগলরাই নিরপেক্ষ হয়।

অথচ আজ সেই বেগম জিয়ার নেতৃত্বাধীন চারদদলীয় জোট তত্বাবধায়ক সরকারের দাবীতে আবারো আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে। একই দাবীতে দুই দলের দুই যুগে পরষ্পর বিপরীত মুখী অবস্থানে বাংলাদেশের বারটা বেজে যাচ্ছে এ ব্যাপারে কোন সন্দেহ নাই। হায়! বাংলাদেশ!!! অভাগা বাংলাদেশ!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।