আমাদের কথা খুঁজে নিন

   

মুখোমুখি শাকিব-অনন্ত

ঈদের সিনেমার মুক্তির মিছিলে এখন পর্যন্ত লড়াইয়ে এগিয়ে আছে শাকিব অভিনীত ‘ভালবাসা আজকাল’ এবং এম এ জলিল অনন্তের সিনেমা ‘নিঃস্বার্থ ভালবাসা’। সিনেমা দুটির নির্মাতা ও প্রযোজনা সুত্রে জানা গেছে হল বুকিংয়ের দিক থেকে এখন পর্যন্ত এগিয়ে আছে ‘ভালবাসা আজকাল’।
বুকিং দৌড়ে এগিয়ে থাকা বিষয়ে ‘ভালবাসা আজকাল’-এর পরিচালক পিএ কাজল গ্লিটজকে বলেন, “আমরা একশটি হলে সিনেমাটি মুক্তি দিচ্ছি। এরমধ্যে হল-বুকিংও হয়ে গেছে। ঢাকায় সিনেমাটি মুক্তি পাচ্ছে অভিসার, জোনাকি, এশিয়া, সনি, চিত্রামহল, রানিমহল প্রভৃতি হলে।


এদিকে অনন্ত জলিল প্রযোজিত পরিচালিত এবং অভিনীত ‘নিঃস্বার্থ ভালবাসা’র প্রযোজনা সংস্থা মনসুন ফিল্মসও হল বুকিংয়ের কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটির মিডিয়া ম্যানেজার এস এম আলী যাকের সজীব গ্লিটজকে বলেন, “ঈদের এখনও বেশ কিছু দিন বাকি। এরই মধ্যে অনেক হল মালিক আমাদের সিনেমাটি চালানোর জন্য যোগাযোগ করেছেন। কিছু কিছু হল-বুকিংও করে ফেলেছে। সেই হিসেবে ২৪ জুলাই দুপুর পর্যন্ত ৫২টি হল চূড়ান্ত হয়েছে।

শেষ পর্যন্ত এই সংখ্যা একশ’ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ”
এদিকে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত শাকিব খান অভিনীত বদিউল আলম খোকন পরিচালিত ‘মাই নেম ইজ খান’ সিনেমাটিও বেশ কিছু হলে চলবে বলে জানা গেছে।
সব মিলিয়ে ‘মাই নেম ইজ খান’ এবং ‘ভালবাসা আজকাল’ সিনেমা দুটো নিয়ে শাকিব খান ও অনন্ত মুখোমুখি হচ্ছেন এটা প্রায় চূড়ান্ত। ঈদ পর্যন্ত এই লড়াইয়ের ফলাফল জানতে অপেক্ষা করতে হবে।
২০১২ সালের ঈদে অনন্ত  জলিলের ‘মোস্ট ওয়েলকাম’-এর সঙ্গে শাকিব খান অভিনীত একাধিক ছবির পর্দাযুদ্ধ হয়েছিল।

সেই যুদ্ধে ‘মোস্ট ওয়েলকাম’ শুধু জয়লাভই করেনি, গেল বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার স্বীকৃতিও পেয়েছে। এতে নায়ক হিসেবে অনন্তের অবস্থান যেমন শক্ত হয়েছে তেমনি জনপ্রিয়তাও বেড়েছে। এই দুটোর সঙ্গে উন্নত প্রযুক্তিতে নির্মিত ‘নিঃস্বার্থ ভালবাসা’ নিয়ে দর্শকদের বিনোদন দিতে আসছেন অনন্ত। সঙ্গে থাকছেন তার স্ত্রী চলচ্চিত্রাভিনেত্রী বর্ষা। আর ‘মাই নেম ইজ খান’ সিনেমায় শাকিব খানের সঙ্গে রয়েছেন অপু বিশ্বাস, ‘ভালবাসা আজকাল’-এ মাহিয়া মাহি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।