আমাদের কথা খুঁজে নিন

   

শিলা দি



ওপাড়ার শিলা দি'র খুব কষ্ট চোখের সামনেই ওর বান্ধবীরা ডজনখানেক প্রেম করলো কেউ কেউ পালিয়ে বিয়ে করলো কেউ বাচ্চা তুলে মা হলো আহা! বেচারি শিলা দি গায়ের রঙটা কালো- বেজায় কালো তাই বলে তার ভালোবাসা, আশা-আকাঙ্ক্ষা তো আর কালো নয় শিলা দি'র কষ্টগুলো ঘোষপাড়ার রতন দাকে কেন যেন ছুঁয়ে যেত কালো হলেও রতন দার চেহারাটা বেশ কয়েক হালি সুন্দরীর প্রেমের আবদার তুচ্ছ করেছে সে রতন দা'র কি হলো জানি না শিলা দি'র কালো মুখে ভালোবাসার আলো জ্বালাতে চাইলো একদিন বিকেলে রাস্তার পাশে দাঁড়িয়ে শিলা দি'কে প্রেমের প্রস্তাব দিলো রতন দা ক্ষোভে দুঃখে মরে যেতে ইচ্ছে করলো শিলা দি'র রাগে ফুঁসে উঠে শিলা দি রতনদাকে বলল, ছি! তোমার মতো কালো ছেলের সাথে প্রেম করবো আমি? তারপর থেকে কি যেন দুঃখে সবসময় রতন দা'র মুখ কালো থাকতো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।