আমাদের কথা খুঁজে নিন

   

চলুন একটু ঘুরে আসি ২

গান গাই, আর মনরে বুঝাই চলুন একটু ঘুরে আসি ১ সারাদিন মোটামোটি নায়াগ্রা ফলসের আশেপাশেই ছিলাম, দুপুরের দিকে একটু শহরের ভেতরে আসি লান্চ এর জন্য, ছাত্র মানুষ সবাই, তাই পকেটের টাকার দিকে নজরটা বেশিই. Google Map এ Mcdonalds দিয়ে সার্চ দিলাম, মজার ব্যাপার হচ্ছে কাছের সব গুলিই কানাডাতে, আর USA এর ভেতর যেটা আছে সেটা আবার হেটে যেতে মোটামোটি ২ ঘন্টার মামলা. কি আর করা, হোটেলের কাছেই একটা পাঞ্জাবি হোটেল ছিলো, মাহদী ভাই এর পরামর্শে গেলাম ভেতরে. মেন্যু দেখে বুঝলাম, খাওয়ার মত সবচেয়ে সস্তা ডিশ টার দামে আমাদের সাধারনত চার বেলা খাবার হয়ে যায় :-( আর কোনো উপায় না দেখে তাই খেয়ে নিলাম. খাওয়া দাওয়ার পর হোটেলে ফিরে রেস্ট নিয়ে আবার প্রস্তুতি New York যাবার. বাসের টিকেট আগে থেকেই কাটা ছিল. এবার মোটামোটি একটা লম্বা যাত্রা, প্রায় ৮ ঘন্টা. বাসে বসে বসে ভাবছিলাম, New York এ নেমেই সোজা Friends যেখানে শুটিং হত সেখানে যাব, পারলে "Central Perk " এ এক কাপ কফি ও খেয়ে আসব :-) এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পরি মনে নেই. ভোর পৌনে ছয়টায় আমরা New York পৌঁছাই. বাস থেকে নেমে প্রথম আমার যেটা মনে হয় সেটা হলো "ভুল করে ঢাকায় চলে এলাম নাকি! এতো মানুষ কেন!" Texas এ সাধারনত কেউ হর্ন দেয় না, আর এখানে হর্ন দেয়াটা খুবই নরমাল একটা ব্যাপার. মানুষ ট্রাফিক সিগনাল না মেনেই রাস্তা পার হচ্ছে, সবার চেহারায় একটাই ভাব, "সময় নেই", আর এই ভাবটা আরো প্রকট হয়ে উঠলো যখন subway station এ পৌছলাম. metro তে উঠার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবেনা, দাড়িয়ে থাকবেন, মানুষই আপনাকে ঠেলে উঠিয়ে দেবে :-) যাহোক, হোটেলে চেক ইন করে সবাই ফ্রেশ হলাম, একটু পর আমাদের সাথে আরো সাত জন যোগ হলো, এরা Stony Brook এর স্টুডেন্ট. New York এর Jackson Heights এর কথা শুনেন নি এমন খুব কম মানুষই পাওয়া যাবে, বলতে পারেন, New York এর মাঝে একটা ছোট্ট বাংলাদেশ. দুপুরের খাওয়ার জন্য চলে গেলাম ওখানে . দীর্ঘ নয় মাস পর আবার বাংলাদেশী খাবারের স্বাদ, আহা! ঠিক করে নিলাম আবার আসতে হবে এখানে :-) চলবে...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.