আমাদের কথা খুঁজে নিন

   

সরকারী হাসপাতালের ডাক্তার!

মামাতো ভাইয়ের হাতের তালুর উলটা পিঠে কনিষ্ঠ আংগুল আর মধ্যমার নিচ বরাবর বিনা কারণে ২টি কালো দাগ পড়েছে। কোনো ব্যথা নেই, চুলকানি নেই। ৪০ দিন হয়ে গেল কিন্তু দাগ সারেও না বাড়েও না। এম.ডি. ডিগ্রীওয়ালা ডাক্তার বাইরে দেখালে ভিজিট হিসেবেই কমপক্ষে ৩০০/৪০০ টাকা লাগবে তাই বাধ্য হয়ে অবশেষে সরকারী হাসপাতালেই (আউটডোরে) তাকে নিয়ে গেলাম। ওখানেও আউটডোরে এম.ডি. ডিগ্রীওয়ালা ডাক্তার বসেন।

উনি মামাতো ভাইয়ের হাতের তালুর উলটা পিঠটা ১ নজর দেখেই ২টি ঔষধ লিখে দিলেন। জিজ্ঞেস করলে বললেন প্রেসক্রিপশন করা ঔষধেই রোগ সেরে যাবে। দোকানে থেকে ৩৩০(৫০+২৮০) টাকা দিয়ে ঔষধ কিনে এনে দেখি ৫০ টাকার যে অয়েন্টমেন্ট (clobecuate) সেটিই আসলে ঔষধ----২৮০ টাকা দিয়ে যে ঔষধটা কিনেছি সেটা ভাওতা দিয়ে ডাক্তার কিনতে কিনিয়েছে। ২৮০ টাকার ঔষধটা (Anada) একটি শক্তিবর্ধক ঔষধ---তাও আবার পাবনার ১টি ইউনানী কারখানায় তৈরী। (আমার মামাতো ভাই কিন্তু বলে নাই যে তার দুর্বল লাগে; দেখতেও তরতাজা ১টি ছেলে।

) এখন কথা হচ্ছে, অ্যালোপ্যাথিক ডাক্তার ঔষধ লেখে ইউনানী!--- তাও আবার অপ্রয়োজনীয়। ৩০০টাকা ভিজিট বাঁচাতে চেয়েছিলাম ডাক্তার ঠিকই ২৮০ টাকা ফাও বের করে নিয়েছে। কে জানে কমিশন কত? (বিঃদ্রঃ ৫০ টাকার যে অয়েন্টমেন্টটি লিখেছে সেটিও কিন্তু পুরনো ভালো কোম্পানীর গুলো না লিখে একেবারে নতুন এক কোম্পানীর ঔষধ লিখেছে। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.