আমাদের কথা খুঁজে নিন

   

"হামহাম একটা ঝর্ণার নাম": সিলেট- মৌলভীবাজার ভ্রমণের ২য় দিন...

আবীর শাকরান মাহমুদ ঝর্ণাটি দুর্গম বলেই জানতাম। কিন্তু এত যে অগম্য, সেটা কল্পনা করতে পারিনি। সামান্য অ্যাডভেঞ্চারের নেশায় প্ল্যান করেছিলাম হামহাম যাওয়ার। ৩দিন ব্যাপী সিলেট ভ্রমণের ২য় দিন পুরোটা তাই বরাদ্দ ছিল এজন্যই। ভোরবেলা গাড়ি করে সিলেট থেকে মৌলভীবাজার যাত্রা।

এরপর ওখানের কমলগঞ্জ উপজেলার সদর থেকে আরো প্রায় ৩০কিমি দূরে যেতে হয় সিএনজি করে। এরপর শুরু হয় ২ঘন্টার হাঁটার পথ। যাওয়ার সময় তেমন সমস্যা না হলেও পৌঁছানোর পর বৃষ্টি হওয়ায় আসার পথ অ্যাডভ্যাঞ্চারাস থেকে ক্রমশ মারাত্মক ডেঞ্জারাস হয়ে উঠেছিল। তবুও প্রাণ হাতে নিয়ে গেলেও একদম যে ডিসাপয়েণ্টেড হয়েছি তা বলব না। এ ধরণের বুনো অপার্থিব সৌন্দর্য যে বাংলাদেশে আছে তা আগে জানতাম না।

হাতে লাঠির উপর ভরসা করে রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বনের বন্ধুর কর্দমাক্ত পথে হাঁটা, এক বাঁশের সাঁকো পাড়ি দেয়া, চার হাত-পায়ের উপর ভর করে পাহাড় বাওয়া, ক্রমশ মশা-মাছি-জোঁকের কামড় খাওয়া, এক হাঁটু পানি খালি পায়ে পার হওয়া আর ধারালো পাথরের আঘাতে ক্ষত-বিক্ষত হাত-পায়ের ব্যাথা- এ এক নতুন অভিজ্ঞতা। সব কষ্ট দূর হয়ে যায় ১৪৭ কিংবা ১৬০ ফুট উঁচু ঝর্ণাটি দেখার পর। এর আগের দিন জাফলং এ ডিএসএলআর নিয়ে বিব্রতকর পরিস্থিতির কারণে এদিন আর ব্যাগ থেকে বেরই করিনি ওটা । প্রায় সব ছবিই বন্ধু Anit Ahsan এর point & shoot ক্যামেরা দিয়ে তোলা। এখানে বেশ কিছু ছবি দিলাম।

আরও ছবি দেখতে চাইলে এই লিঙ্কে যান: Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.