আমাদের কথা খুঁজে নিন

   

চেতনা

চেতনা আমি স্রষ্টার সৃষ্টি আমি প্রতি লহমায় নব সৃষ্টি, মৃত্যুর দ্বার প্রান্তে দাড়িয়ে আমি করি সৃষ্টি। করিব জয়, নাই ভয় এ ক্ষেত্রে অসুরের পরাজয়। আমি ভাঙ্গি অন্যায়, গড়ি ন্যায় মহামানবের ধৈর্যের ন্যায় আমি সর্বময়। আমি জীবন শিশু, কোন কাজে করিব না ভুল সর্বকাজে তরুণের বল সর্বকাজে বিজ্ঞজনের ফল আমার যেটুকু আছে তা বিলিয়ে হব পূর্ণ। আমি রবীন্দ্রনাথের সংশয়হীন অসম্ভবকে, সম্ভব করি নিশীদিন।

আমি নজরুলের তারণ্যে ভরা সেবা করব দেশের সৈনিক ভালবাসা দ্বারা। রবাট হুকের ন্যায় অন্তঃপুরে বসে সিন্ধুর জয় এভাবেই করব সত্যের জয়। শেখ শাদীর ন্যায় ব্যক্তিত্ব প্রতিক্ষণ আমার বেলায় দীপ্ত। বুনপার্ট নেপোলিয়ানের সর্বজয় আমার অভিধানেও থাকবেনা ‘লয়’। আমি রচিব আধুনিক শেস্কপীয়ার হয়ে বিদ্যাসাগর, মার্ক টুয়েনের বইয়ের ঝুড়ি এই হেতু করব চুরি।

আমি মহসীনের ন্যায় হয়ে দানশীল সব বিলিয়ে খুঁজিব শান্তির নীর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।