আমাদের কথা খুঁজে নিন

   

চেতনা '৭১ নিয়ে মতের ভিন্নতা আছে, চেতনা '৪৭ একেবারেই ক্লিয়ার।

দেশ গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে আসুন

আমরা সকলেই বর্তমানে ৭১এর চেতনা নিয়ে সোচ্চার, যদিও এর কোন লিখিত ফরমেশন নেই। কিছু নাস্তিক মুক্তিযুদ্ধকে ইসলামের বিপরীতে দাঁড় করাতে চাচ্ছেন। বাম রাজনীতি বাংলাদেশের মানুষের মন না পেয়ে কৌশলে তারা বাম মতবাদটাকে এর কুশিলবরা চেতনা '৭১ এর সওয়ারী করতে মরন পন করেছেন। কিন্তু কাজ হচ্ছে বলে মনে হচ্ছেনা। হবেও না।

এরই অংশ হিসেবে ৪৭ এর চেতনা নিয়ে কোথাও টুশব্দটি নেই। অথচ অত্যন্ত বাস্তবিক কারনে সোয়া দু'শ বছরের অন্তহীন দুর্ভোগ, নির্যাতন ও সংগ্রামের মাধ্যমে সুস্পষ্ট চেতনার ভিত্তিতে আমরা ভারত থেকে আলাদা হয়েছি। ৪৭এ আমরা আলাদা হতে না পারলে ৭১এর জন্ম হতোনা। সে সূত্রে ৪৭ হলো ৭১ এর সূতিকাগার। ৭১এর মা।

৭১ আমাদের মা। তাহলে ৪৭ আমাদের নানি। সুতরাং ৪৭কে বাদ দিয়ে ৭১ এর আলোচনা কখনো পূর্ণতা পাবেনা। সকলের স্বার্থে সত্যটা বলা উচিত। অন্যথা অনিষ্টের শেষ হবেনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।