আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি ভাবি

আমি মানবীয় ব্যাপার গুলা বুঝতে পারিনা।যে আমার এক সময় এর খুব ই ভাল বন্ধু ছিল আজকে একটা ভুল বোঝা বুঝির এর কারনে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে।আমি ভয়ে ভয়ে থাকি কবে কখন আবার সামনা সামনি দেখা হয়ে যায়;কি কথা তখন বলব নিজেও জানিনা।সবচেয়ে বড় কথা আমি হয়ত নিজেও চাইনা ওর আর আমার মিল হোক;আমরা আগের মত আবার পুরান দিন এর মত আড্ডা মারি। আমার অনেক প্রিয় মানুষ আছেন যাদের কাছ থেকে আমি অনেক বেশি কিছু আশা করি।কিন্তু যখন তা পুরন হয়না অনেক বেশি কষ্ট লাগে;তাহলে কেন বলি যে "কোন কিছুতেই আমার কিছু যায় আসেনা?'' সারাদিন ই মিথ্যা কথা বলছি;যাকে ভালবাসি তাকে কষ্ট দিচ্ছি আর মনে মনে বলসি আমার মোটেও খারাপ লাগসেনা;সবচেয়ে বড় ব্যাপার হল নিজের কান কে যা শুনাচ্ছি তা ই শুন্ তে পাচ্ছি;হয়ত এই কারনে কষ্ট কম লাগে। আসলেই কি কষ্ট কম লাগে?নিজেই বুঝতে পারিনা।নিজের সাথে অভিনয় করতে করতে কখন যে আমি আমার আমি থাকি র কখন আমি একজন পাকা অভিনেত্রী হয়ে যাই,মাঝে মাঝে নিজেই টের পাইনা। আচ্ছা সবার কি এমন হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।