আমাদের কথা খুঁজে নিন

   

আমি ভাবি

সামুদ্রিক বিভ্রম

I feel like crying, But I can't. আমি ভাবি, এইতো উঠে দাঁড়াবে, হাসবে প্রত্যুত্তর করবে সমুদয় রাগ ও অনুরাগের; চাঁদ উঠলেই মনে করিয়ে দেবে একদিন আমিও প্রেমের কবিতা লিখেছি ভীষন বরাহ জীবন কখনো চাইনি আমরা শেওলার মতো স্যতস্যতে জীবন বিভূতির গল্পের মতো আমি ভাবি আরণ্যক পৃথিবী; স্বপ্ন ও সাহসের প্রতিভূ আমরা আমাদের মিলিত ইচ্ছা আমাদের সমস্ত পদক্ষেপ; এখনো ভাবি, কাল ভোরে একই মিছিল অরণ্য রাজপথে তুমিও সহযাত্রী হবে। এখনো ভাবি, গোরখোদকের কবর খোড়ার শব্দে কয়েটি খুচরো পয়সা রেখে এসে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।