আমাদের কথা খুঁজে নিন

   

একটু ভাবি

আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে....... প্রতিদিন অসংখ্য লোক বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরগুলোতে কাজের খোঁজে আসছে । বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে এই লোকগুলো আসছে এবং তাদের মধ্যে অনেকেই রিক্সা চালাচ্ছে । কখনও কখনও রিক্সায় চড়তে গিয়ে আমি যখন রিক্সা নিয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকা চালকদের দিকে তাকাই, তখন আমি অনেক নতুন মুখ দেখতে পাই। এদের মুখের অভিব্যক্তি দেখলেই বোঝা যায়, শহরে তারা নতুন। সেরকমই একজন তরুন রিক্সাচালকের সাথে সেদিন কথা হল।

সে জানাল, সে এসেছে ভোলা, বরিশাল থেকে। ক্রমাগত নদী ভাঙনের ফলে তাদের অনেক চাষের জমি তলিয়ে গেছে, যে কারনে তাকে বাধ্য হয়ে গ্রাম থেকে চলে আসতে হয়েছে শহরে । এই দেশে ছোট বড় মিলিয়ে ৮০০ টি নদী রয়েছে যার মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় ২৪১৪০কিলোমিটার। দেশের বিভিন্ন নদীবিধৌতসমভূমি অঞ্চলে নদী ভাঙন সমস্যা বহু দিন ধরেই প্রকট। বিশেষ করে পদ্মা নদী ও তার শাখাসমূহ বরাবরে যেসব এলাকা রয়েছে, যেমন- দেশের পশ্চিম, দক্ষিনাংশের এলাকাসমূহ।

এছাড়া, উত্তর, উত্তর পশ্চিম ও উত্তরমধ্য অঞ্চলের বিভিন্ন জেলাসমূহ ও (সিরাজগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম, জামালপুর ও টাঙ্গাঈল) ব্রহ্মপুত্র নদীর কারনে প্রবল ভাঙনের মুখে আছে। প্রত্যেক বছর পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর কারনে হাজার হাজার হেক্টর ফসলের জমি পানির নীচে তলিয়ে যায় আর হাজার হাজার লোক গৃহহারা হয়। তখন, এইসব মানুষকে জীবিকার সন্ধানে ছুটতে হয় শহর থেকে শহরে। অনেক রাস্তাঘাট ও রেলপথ ও বন্যার কারনে হারিয়ে যায়। এমনকি অনেকগুলি শহরকেও (যেমন- চাঁদপুর, রাজশাহী ও ফরিদপুর) এই ভয়াবহ বিপর্যয়ের হুমকী মোকাবেলা করতে হয়।

এক পরিসংখ্যানে দেখা যায়, গত তিন দশকে পদ্মা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনের কারনে ১ লক্ষ ৮০ হাজার হেক্টর কৃষি জমি পানির নীচে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে, ১৯৭০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত যমুনার দুই পারের বাৎসরিক গড় ভাঙন ছিল ৩৩০০ হেক্টর জমি। আমাদের দেশের কৃষিজীবি মানুষের সংখ্যা শতকরা ৭৫ জন। ক্রমাগত চাষযোগ্য জমি হ্রাসের ফলে তাদের অবস্থাটা সহজেই অনুমান করা যায়। আমরা কি বিকল্প জীবিকার সন্ধানে মরিয়া হয়ে উঠা এই বিপুল জনগোষ্ঠীর কথা চিন্তা করছি।

এই জলবায়ু শরনার্থীদের বাঁচাতে হলে তাদেরকে নানারকম জীবন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন দিতে হবে যাতে করে তারা বিভিন্ন পেশায় যোগ দিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.