আমাদের কথা খুঁজে নিন

   

আমি ভাবি..।.।.।.।।।

াজ নাকি শহীদ বুদ্ধিজীবি দিবস। পোলাপানরে দেখি মানজ্জা মাইরা রাস্তা ঘূরে (-_-) ......নিয়া। বাসায় নাকি কইয়া আইসে রায়ারবাজার বদ্ধভুমিতে যাইব.........আইছে ফুলার রোড, বইয়া বইয়া আইসক্রিম খায়.........। । আমাগো ভবিষৎ কোন কানে যায়........................।

জিগাইলে বলে আজকেই তো ঘোরার দিন.। পরে সুযোগ না পাইলে..। আমি ভাবি বুদ্ধীবীজীরা শহীদ হয়েছেন কিন্তু একোন নতুন বুদ্ধীবীজী.। .। যারা তাদের তারুন্নকে ব্যয় করে মরিচীকার পেছনে ঘূরে।

আর যদি বলেন আপনি সেখানে গিয়েছিলেন কেন? তাদের বলবো আমার বাসা সেখানে.। আর এর জন্য কি কারন আমরা আমাদের সংস্কৃতিকে ভুলতে বসেছি,আমরা আমাদের জাতির শ্রেষ্ট সন্তান দেরকে ভুলে যাওযা পথে। আমরা আমাদের বাসায় দেখি বাংলার নাম নাই আছে হিন্দি সিরিয়াল.। । ,আবার শুনি বাংলা নাকি পুরোনো তাই তারা হিন্দি বলার চেস্টা করে।

এই সব মানুষ গুলানরে লাথাইয়া দেশ থেকে বাইর কইরা দিতে মন চায় কিন্তু পারি না.। । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।