আমাদের কথা খুঁজে নিন

   

জয়তু মহাব্যবস্থাপক

সবাইকে শুভেচ্ছা। যন্ত্রনার মধ্যে আছি। মহাযন্ত্রনা! আমি কত বড় কর্মকর্তা জানি না। কিন্তু অফিসে আমার জি এম, মানে মহা ব্যবস্থাপক আমাকে মহা যন্ত্রনা দিচ্ছেন ইদানিং। তিনি আবার অর্থনীতির জিএম, মানে ফাইন্যান্স ডেপার্টমেনট।

চরম দাপটের জায়গা। আমাদের অর্থমন্ত্রীকে দেখেই বুঝা যায়। আর আমি কি কপালে, কার দোয়ায় যে দায়িত্ব পেলাম সেই 'মানব সম্পদ বিভাগ' যার কাজই মানব কুলের ওঠা-বসা, চলা-ফেরা, কে কি করে, কই যায়? আসে কি না আসে, যায় কি না যায়? কাজ-কাম যা করে তার ওজন কত? মাপ-জোক রাখতে হয়, কারন মানবের সঙ্গে আবার সম্পদ জড়িয়ে আছে। সম্পদের মান (standard) থাকা চাই। এই সব মিলিয়ে আমাকে মানবের সুরতহাল তৈরী রাখতে হয়।

আর এইসব করতে গিয়ে আমাকে পুরো গোয়েন্দাগীরি করতে হয়। এক ধরনের গুপ্তচরবৃত্তি। কাকে ছেড়ে কাকে ধরি। আমার অবস্থা তাই 'কোন কুলে ভিড়াই তরী'! শ্যাম-কুল দু'টোই যায় যায় অবস্থা! আমি ছা পোষা মানুষ। জীবনের তলানীতে মনে হয় মাত্র কয়েকটা দিন পড়ে আছে।

ভালোয় ভালোয় কাটিয়ে দিতে পারলে চরম স্বস্তি। কিন্তু জিএম সাহেব কি করে বুঝতে পারলেন আমি পরম শান্তিতে আছি, ব্যস্‌ উনি নানা রকম রাস্তা বের করছেন আমার নিদ্‌ হারাম করবার জন্য। আজ সকালে দপ্তরে বসে আছি। আয়েস করে চা-টা শেষ করলাম। ইন্টারকম বেজে উঠলো.."শফিক সাহেব, কেমন আছেন? আপনি কিন্তু দু'চারটা জিনিষ প্রোভাইড করছেন না।

" সেটা আবার কি! জিজ্ঞেস করতেই বললেন, 'ডাইরেক্টর সাহেবের এ্যাটেন্ডেন্স কার্ড, ওদিকে ফাইন্যান্স ডাইরেক্টরের কার্ডও দিচ্ছেন না। ' আমার হাত থেকে রিসিভারটা পড়তে পড়তে বেঁচে গেল। 'এদেরও হাজিরা-নথি (attendance record) লাগবে?' 'লাগবে না কেন? তারাও তো বেতনভুক কর্মচারী। ' আমার বুঝতে আর কোনই কষ্ট হলো না যে আমার সময় হয়ে গেছে। জিএম সাহেব এইবার আমার নিষ্ক্রান্তের পথ খুঁজে পেয়েছেন।

যেই মূহুর্তে আমি এই মহামূল্যবান নথির যোগাড়যন্ত্রে বরুবো, সেই মূহুর্তেই আমার বারোটা বাজার ঘন্টাধ্বনি বেজে উঠবে। আমি ভাবতে বসলাম, দেশের প্রধানমন্ত্রী হাজিরা নথি মেনটেইন করে কিনা। অথবা মন্ত্রীপরিষদের কি অবস্থা! আমার আর কোন উপায় নেই। এই ব্যাপারটা আমাকে জানতেই হবে। যদি কোন ভাবে এই ব্যাপারটা বের করতে পারি তা'হলে আমি গাজী।

আর না হ'লে আমার সব শেষ। অর্থ নিয়ে যিনি নাড়া-চাড়া করেন তার তলোয়ারের ধার সব সময়ই বেশী। জয়তু মহাব্যবস্থাপক! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।