আমাদের কথা খুঁজে নিন

   

জয়তু সিলেকশান!!

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন।। আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে

গত নির্বাচনের কথা…আগের দিন থেকেই একটা উৎসব উৎসব ভাব ছিল! আমরা সবাই গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম…নির্বাচনের দিন সকালে বাড়িতে হৈ চৈ! নির্বাচনী কেন্দ্রের সব লোকের সকালের নাস্তার ব্যবস্থা আমাদের বাড়ি থেকে করা হয়েছিল…ভোরে উঠেই মা-কাকীরা রুটি বানানোর কাজে নেমে পড়েছিল…আর আমরা পিচ্চিরা মিলে নির্বাচনী কেন্দ্রে যাচ্ছিলাম আর আসছিলাম! আব্বার সাথে ভোট কেন্দ্রে গিয়েছিলাম…গিয়ে বাদাম আর আচার খেয়েছিলাম…দুপুরে আম্মার সাথে গিয়েছিলাম কেন্দ্রে…এখনো মনে আছে,একটা বড়ো লোহার স্ট্যান্ড একটুর জন্য আম্মার উপর পড়ে নাই…আমি আর আম্মা সাংঘাতিক ভয় পেয়েছিলাম!

আর এবার?? আমাদের পুরো পরিবার গতবার আওয়ামীলীগে ভোট দিলেও এবার কাউকেই ভোট দিচ্ছে নাহ…হ্যা! আমার পরিবারের ১১ জন ভোটারের কেউই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন নাহ এবার!! যদিও এবার প্রথম প্রার্থী,দ্বিতীয় প্রার্থী আর তৃতীয় প্রার্থী সবাই আওয়ামীলীগের! গত নির্বাচনের সময় গ্রামে থাকলেও এবার নির্বাচনের আগের দিন আমি চলে এসেছি…বড়ো কাকাও গতকাল গ্রামে গিয়ে চলে এসেছেন…প্রার্থী থাকলেও এবার আমাদের পরিবার ভোট দিতে যাচ্ছে নাহ!

গত নির্বাচনে এমন কোনো দিন ছিল না যে মিছিলে যাই নাই…আব্বার অগোচরে ভাইয়ার সাথে মিছিলে চলে যেতাম…ধাক্কাধাক্কি করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কষ্ট হতো…মিছিল শেষে এক কাপ চা আর দুই পিস খাস্তা.…উফফ!! কী আনন্দটাই না হতো…মাঝে মাঝে মিছিলগুলো আমাদের বাড়িতেও আসত…তখন নিজের বাড়িতেই নিজেরা আপ্যায়িত হতাম!! নৌকা,ধানের শীষ এমনকি স্বতন্ত্র প্রার্থীর বই মার্কার মিছিলেও যেতাম…নৌকার মিছিলে ফাজলামো করে ধানের শীষকে নিয়ে আসতাম!! আর এবার একটা মিছিলেও যাই নাই…মিছিলে যাব কি মিছিল হতেই দেখি নাই!!

মোটকথা, গত নির্বাচনের ১০০ ভাগের এক ভাগ উত্তেজনাও এবারের নির্বাচনে নাই…মনে হয় দেশ ডিজিটাল হয়ে গেছে, তাই এনালগ আমি এবারের নির্বাচনে কোনো উত্তেজনার টের পাচ্ছি নাহ!!

R.I.P ইলেকশান!!
জয়তু সিলেকশান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।