আমাদের কথা খুঁজে নিন

   

অভিনন্দন মুসা ইব্রাহিম !!!

অভিনন্দন মুসা ইব্রাহিম !!! ২০১০ সালের ২৩শে মে বাংলাদেশের এডভেঞ্চার জগতের জন্য একটি অনন্য সাধারন দিন । কারণ এই দিন বাংলাদেশের পক্ষে প্রথম এভারেষ্ট বিজয় করেন মুসা ইব্রাহিম । আমি ২২ রাতে নেপালের পোখরা শহর থেকে ফিরে গেলাম মুসা ইব্রাহিম ট্র্যাভেল এজেন্সির মালিক কমল আরিয়ালের কাছে । মুসা ইব্রাহিম সর্ম্পকে কিছু জিঞ্জেস করার আগেই সে জানালো সে সামিট করেছে । মিষ্টি মুখ করাতে না পেরে কমলকে দিলাম মাউন্টেন ডিউ ।

এরপর ফোন করলাম আমাদের আরেক বন্ধু লিপটন সরকারকে । তাকে বলতে চাইলাম সামিটের কথা । তার আগেই সে আমাকে বলল তুই শুনেছিস ? আমি বললাম হা । সে বলল দাড়া আসছি আমি । কমলের অফিসে বসে কিছু সময় গল্প করলাম ।

জানালাম তার দেয়া পথে ট্রেক করার অভিজ্ঞতার কথা । সেটা ছিল চিসাপানি থেকে নাগরকোট পর্যন্ত । লিপটন ভাই আসলেন খিছু সময় গল্প হল কমলের সাখে । এরটর লিপটন ভাই আমাকে ফ্রাইডমম খা্ওয়ালো মুসা ইব্রাহিমের সামিট উপলক্ষে । খা্ওয়া শেষ করে বিদায় নিলাম ।

পরদিন ঢাকা ফিরবো শিলিগুড়ি হয়ে । ঢাকায় ফিরে নানা বির্তকের খবর শুনলাম । অনেক খবর জানতাম । কিন্তু বলা হয়নি । নিজেদের মধ্যে গন্ডগোলের কথা প্রকাশ করলো কেউ কেউ ।

শুনে মজা পেলাম । মনে পড়ে গেল ২০০৪ সালের এই সংক্রান্ত ঘটনাটি । আজ্ও হাসি সে কথা মনে করে । " এত বড় বড় পাহাড় জয় করেও আমাদের মন বড় হল না । " ছোট বেলায় আমরা একটি গল্প শুনেছিলাম-- " এক রাখাল বালক মেষ চড়াতে যেত ।

প্রতিদিন সে গ্রামবাসীর সংঙ্গে মজা করতো এই বলে বাঘ এসেছে বাঘ এসেছে বলে । গ্রামের মানুষ যখন তাকে বাঁচাতে যেত তখন দেখা যেত সে মিথ্যা বলছে । আসলে বাঘ আসেনি । এরপর যখন একদিন সত্যই বাঘ আসলো তখন রাখাল বালকের শত চিৎকারে্ও তাকে বাঁচাতে আসেনি । " তাদের এই কথা কাটাকাটির কথা মনে করে দিল রাখাল বালকের সেই গল্পটি ।

যাই হোক ভ্রমণ করে মনটা বড় করার চেষ্টা করছি এই ভাল । মাঝে মাঝে মনে হয় নচিকেতার গান " এ সবই থাক তোমাদের আমি বড় চাই না হতে ধুলোমাখা পথই আমার তুমি চড়ো জয় রথে । এ সমাজ মানবে তোমায় , গাইবে তোমারই জয়গান তবু আমি বোকাই থাকবো এটাই আমার এমবিশান । " Click This Link অভিনন্দন মুসা ইব্রাহিম !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.