আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে বাড়িতে দাওয়াত??? (টিপস পোস্ট - অনুর্ধ ২১)

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে... বিয়ে বাড়িতে দাওয়াত???বেশ তো! আপনার জন্যই এনেছি বেশ কিছু অ-মূল্য (!) টিপস ১। বিয়ে বাড়িতে বাবা-মার সাথে যাবেন? কিন্তু যেতে মন চাইছে না? আন ইজি ফিল করেন? কোন লাভ নাইরে ভাই! শেষ মেষ যেতেই হবে। বাবা-মা ইজ বাবা-মা! ঠিকই ঠেলেঠুলে রাজী করিয়ে ছাড়বে। বুদ্ধিমানের মত আগে ভাগে রাজী হয়ে যান। ঝামেলা কম হবে! ২।

বিয়ে বাড়িতে কাউকে হুট করে পছন্দ করে ফেলবেন না যেন আবার! সবাই কিন্তু হেব্বি সাজ-গোজ করে আসে। (ছেলেরাও) পরে দেখবেন যাকে ভেবেছিলেন সুন্দরী, সে আসলে বান্দরী ৩। “দুনিয়ার সব খাবার, অনলি অন মাই প্লেট” মনে করে ধুমায়ে খাওয়া দাওয়া শুরু করে দেবেন না যেন। রয়ে সয়ে খান। আনলিমিটেড সব কিছুই কিন্তু ভাল হয় না! বেশি খাই দাই দিয়ে ফেললে দেখবেন টয়লেটও আপনাকে আনলিমিটেড ডাকাডাকি শুরু করেছে।

৪। বিয়ে বাড়িতে ভাল লাগছেনা? বোর ফিল করছেন? কারো সাথে কথা বলতে ভাল লাগছে না? কিন্তু জানেন কি, এদের অনেকেই আবার আপনারও আত্নীয়? হুমম! এখন যদি এদের সাথে ভাল ব্যবহার না করেন, পরে কিন্তু আপনার বিয়েতে এরা কেউ আসবে না! গিফট ও পাবেন না সুতরাং সবার সাথে রেডিমেড হাসি মুখে রেখে কথা বলুন ৫। বেশি বেশি বিয়ের দাওয়াতে যাওয়া কিন্তু ভাল। নতুন নতুন অনেক আইডিয়া পাবেন। সেগুলো নিজের সময় কাজে লাগাতে পারবেন বিয়ে খেতে গিয়ে একবার এক কাহিনী করসিলাম! সেইটা জানতে এইখানে ক্লিকান (না ক্লিকাইলেও হইব! ) উপ্রে অনুর্ধ ২১ লেখা দেখসেন না?? আপনে ২১+? তাও পইড়া ফেলসেন? মানা করা হইসে না! আরে আপনারা পইড়া করবেন ডা কি! নিজের বিয়া করার টাইম অইসে মিয়া! অখন নিজের বিয়ার দাওয়াত নিজেই খাইতে হইব আপ্নের।

আর আপ্নে আইসেন টিপস পড়তে? যান যান নিজের বিয়া ঠিক করেন। তারপর আঙ্গো দাওয়াত দেন। হুদাই টাইম নষ্ট কইরেন না! মাথা কিঞ্চিত আউলা অবস্থায় আছে। তারপরো যদি কারো কাছে ফান পোস্ট বলে মনে হয়, সেটা তার উদারতার পরিচয়  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.