আমাদের কথা খুঁজে নিন

   

যারা বিয়ে করার চিন্তা ভাবনা করছেন বা যাদের বিয়ে নিয়া বাসায় কথা চলছে ... এই পোস্ট তাদের জন্য ।

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

বিয়ে করার যে ঝামেলা তা হয়ত আর কোন কিছুতেই নাই । লোকজন দাওয়াত দেয়া, খানাপিনার ব্যবস্থা করা থেকে শুরু করে বিদায় পর্যন্ত অনেক কাজ করতে হয় । এত কিছুর পরও দেখা যায় বিয়ে তা টিকছে না । ইদানিং খুব অস্থিরতায় আমাদের জীবন কাটছে । পারিবারিক অশান্তি আমাদের পরিবারকে এক করে রাখতে পারছে না ।

বিয়ের পরের যে ব্যপার গুলো ঘটে তার জন্য কেউ হয়ত চিন্তাই করেন না । কিন্তু এটা ঘটে যায় কারও না কারও জীবনে । যা পরে সংসার ভেঙ্গে যাওয়ার উপক্রম হয় । আজকের এই পোস্ট এ লিখব বিয়ের আগের কাজগুলো নিয়ে । যা প্রতিটা পরিবারের জন্য পালন করা ফরয বলা যায় ।

এগুলা সবার জানা তারপর ও পস্ট দিলাম জাতে আগে থেকেই সচেতন থাকতে পারেন আপনারা । এসব ব্যপারগুলা অনেক সময় মেনে না চলাতে অনাকাংখিত সমস্যা আমাদের জীবনকে বিষীয়ে তোলে । তাই সময় থাকতেই আমাদের সাবধান হতে হবে । ছেলেপক্ষের করণীয় - বাংলাদেশে এখন ও বেশির ভাগক্ষেত্তে মেয়ের রঙটা বেশি দেখা হয় । যা আসলেই যুগ যুগ ধরে চলে আসা রীতি ছাড়া আর কিছুই না ।

এই ব্যপারটা অনেক আগে থেকে চলে আসছে । পরিবারকে বিবেচনায় না এনে বা মেয়ের গুণটা কে বিবেচনায় না এনে শুধু একটি বিষয়ের উপর বসে থাকাটা এখনকার সমাজে মানানসই না । আমি এরকম ও দেখেছি মেয়ে খুব সুন্দরী কিন্তু সংসারের কোন কাজ ঠিক মত পারে না । তাই কি কি করনীয় দেখে নিন • পরিবার কে আগে জানুন ঠিক মত । • আশেপাশের লোকজন পাড়া প্রতিবেশি তাদের কাছ থেকে খোজ খবর নিন • পরিবারের সবার অবস্থা সম্পর্কে জানুন • যাদি পারেন তাহলে মেয়ের গ্রামের বাড়ি লোক পাঠিয়ে খোজখবর করুন ।

• মেয়ে কোথায় পড়ে কি করে বিস্তারিত জানার চেষ্টা করুন । • মেয়ে ছেলেপক্ষের পছন্দ হয়েছে । সে ক্ষেত্রে মেয়ে পক্ষকে সময় দিন । তাদের কে বলুন অপেক্ষা করতে । • মেয়েপক্ষের আত্তিয়দের সাথে কথা বলুন ।

তাদের কে জানুন । • এ অবস্থায় ছেলেপক্ষের উচিত ছেলের সাথে মেয়ের একটা আলাপ করিয়ে দেয়া । এ ক্ষেত্রে ছেলের কি করনীয় যেহেতু এটা সারাজীবন এর ব্যপার তাই ছেলের উচিত হবে মেয়ের সাথে কথা বলে তার সম্পর্কে জেনে নেয়া । এখন বেশির ভাগই দেখা যায় বিয়ের আগে ছেলে আর মেয়ের মধ্যে যোগাযোগ বেড়ে যায় ফোন এর মাধমে । এতে এক জনের সম্পর্কে আর একজন সম্যুক ধারনা লাভ করতে পারে ।

এ অবস্থায় ছেলে জেনে নিতে পারে মেয়েটার কোন অতীতে প্রেম ভালবাসা টাইপ কিছু ছিল কি না । আর এখন সে কোন প্রেম এ জড়িয়েছে কি না । আর এসবে জড়িয়ে থাকলে ছেলের কি করা উছিত তা ভেবে দেখা । বিয়েটা তার ইচ্ছাতে হচ্ছে কি না । নাকি মা বাবা কে খুশি করার জন্য করছে ।

এই সব জেনে নেয়া ছেলেটার দায়িত্ত । এইসব বিবেচনা করে আস্তে ধিরে সিদ্ধান্ত নেয়া ভাল । মেয়েপক্ষের করণীয় - ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে । না হলে মেয়ে আমরা দিব না । !!! এই রীতি এখন আর নেই বলতে গেলে ।

শহরে তো নাই । এখন এদের জায়গায় দখল করে আছে সরকারি চাকুরিজীবি । সরকারি চাকরি করে এ কথা শুনলেই মেয়ে পক্ষ রাজি থাকে এখন । কিন্তু ছেলে কেমন কি করে কই যায় এসব বিবেচনায় আনা অবশ্যই উচিত । তাই কি কি করনীয় দেখে নিন • পরিবারকে জানুন ঠিক মত ।

• আশেপাশের লোকজন পাড়া প্রতিবেশি তাদের কাছ থেকে খোজ খবর নিন • পরিবারের সবার অবস্থা সম্পর্কে জানুন • যাদি পারেন তাহলে ছেলের গ্রামের বাড়ি লোক পাঠিয়ে খোজখবর করুন । • ছেলের চাকরিস্তলে ঘুড়ে আসতে পারেন । পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে ছেলের খোজ নিন । • ছেলে নিজের পায়ে দাড়াতে সক্ষম কি না বুজুন । • ছেলেপক্ষের আত্তিয়দের সাথে কথা বলুন ।

তাদেরকে জানুন । আর যদি এটা প্রেমের বিয়ে হয় তাহলে আসুন কি কি করা উচিত দেখে নেই - ছেলেপক্ষের করণীয় - • পরিবারকে জানুন ঠিক মত । • পরিবারের সবার অবস্থা সম্পর্কে জানুন • যাদি পারেন তাহলে মেয়ের গ্রামের বাড়ি লোক পাঠিয়ে খোজখবর করুন । • মেয়ের পরিবারের সাথে অন্তরংগতা গড়ে তুলুন • সম্পর্কটা মেনে নিন । তবে মেয়েপক্ষের কোন কিছুতে যদি সন্দেহ লাগে তাহলে তাদেরকে বলুন ।

খোলামেলা আলাপ আলচনা করুন । মেয়েপক্ষের করণীয় - • পরিবারকে জানুন ঠিক মত । • পরিবারের সবার অবস্থা সম্পর্কে জানুন • যাদি পারেন তাহলে ছেলের গ্রামের বাড়ি লোক পাঠিয়ে খোজখবর করুন । • ছেলের পরিবারের সাথে অন্তরংগতা গড়ে তুলুন • ছেলে যদি ছাএ হয় তাহলে তাকে সময় দিন । • ছেলের সক্ষমতা কেমন তা যাচাই করুন ।

কারণ আপনার মেয়েকে সে কি ভাবে রাখবে এটা দেখে তারপর ডিসিশন নিন । যদিও এত কিছুর পরও কোথাও কোন ভুল হয় যেমন ধরেন ছেলে বিয়ের পর মেয়ের সাথে ভাল আচরণ না করে বা পরকিয়া তে লিপ্ত হয় বা অন্য কোন ব্যপার ত্থাকে তাহলে কি করতে হবে এ নিয়ে পরে এক সময় পোস্ট দিব । আজকে বিদায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.