আমাদের কথা খুঁজে নিন

   

ডয়েশে ভেল এর জেন্ডার ইন্সেন্সিটিভ আর্টিক্যাল।

সামুতেই শোভা পাচ্ছে ডয়েশে ভেল এর এই সংবাদঃ সেক্সবম্ব থেকে বাবুশকা আসুন দেখি আর্টিক্যালটিতে কি আছেঃ "রাশিয়া অনেক কিছুর জন্যই সুপরিচিত৷ যেমন ভোদকা, বলশয় ব্যালে, হাড় কাঁপানো ঠান্ডা৷ কিন্তু অত্যন্ত ঠান্ডা এই আবহাওয়ায়ও একটি জিনিস উষ্ণতার ছোঁয়া দেয়৷ আর তা হল নানি বা দাদি – রুশ ভাষায় মাত্রিয়ার্শ, অথবা বাবুশকা৷ বাবুশকা অর্থাৎ নানি বা দাদি হল রুশ পরিবারের মধ্যমণি৷ তারা ঘরবাড়ির কাজ করে, রান্না-বান্নায় ব্যস্ত থাকেন এবং নাতি-নাতনিদের দেখাশোনা করেন৷ তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইদানিং এই বাবুশকা'রা আর ঠিকমত তাদের কাজ করতে পারছেন না৷ কেন? অতিরিক্ত ওজনের কারণে তারা খুব অল্প বয়সেই অসুস্থ হয়ে পড়ছেন৷ যে কোন রুশ তরুণী পুরুষদের ভেতর কম্পন তুলতে সক্ষম৷ কথা কিন্তু ঠিক৷ অত্যন্ত সুন্দরী, সোনালি চুল, আকর্ষণীয় ফিগার দিয়ে রুশ তরুণীরা পুরুষদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারে৷ আর এসব তরুণীদের দেখা যাবে যদি মস্কোর ট্ভের্সকায়া উলিটসায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করা যায়৷ চোখে পড়বে অসংখ্য তরুণী৷ তারা তদের কাজ করছে৷ কেউ কেনাকাটায় ব্যস্ত কেউবা কফি শপে বসে কফি খাচ্ছে৷ বিষন্নতা মূল কারণ আর এই জায়গা থেকে একটু এগিয়ে গেলেই দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন আরেক চিত্র৷ বেঁটে মহিলারা লম্বা স্কার্ট পরে চলাফেরা করছেন৷ সবাই ভীষণ মোটা৷ মনে হবে গড়িয়ে গড়িয়ে তারা চলছেন৷ অথচ এরাও এক সময় ছিলেন আকর্ষণীয়, সুন্দরী রুশ তরুণী৷ ঠিক কোন কারণে এই বিশাল পরিবর্তন? ইউরোপীয়ান মেডিক্যাল সেন্টার মস্কোর চিকিৎসক ইরিনা রাস বললেন কীভাবে একসময়কার যৌন আবেদনময়ী নারীরা এরকম মোটা-বেঁটে বাবুশকাতে পরিণত হয়৷ ইরিনা রাস বললেন,‘‘সময়ের সাথে সাথে তাদের ওজন বাড়তে থাকে৷ সেই সঙ্গে থাকে পরিবারের বিভিন্ন ধরণের কাজের চাপ৷ তারা বেশিরভাগ সময়েই বিষন্ন হয়ে থাকেন৷ মনমরা হয়ে থাকেন৷ আর রাশিয়াতে বয়স্ক মহিলাদের মধ্যে এই রোগ হঠাৎ করেই বেড়েছে৷ বিষন্ন হলেই তারা ঝুঁকে পড়েন খাওয়া-দাওয়ার দিকে৷''ক্রমশ মুটিয়ে যাচ্ছেন মেয়েরা রাশিয়ায়ক্রমশ মুটিয়ে যাচ্ছেন মেয়েরা রাশিয়ায় জুলিয়া ওসাদশায়া পেশায় আইনজীবী৷ তিনি জানান, পুরুশসাসিত রুশ সমাজে নারী হয়ে জন্মানো এবং টিকে থাকা সহজ নয়৷ ছোট বেলা থেকেই মেয়েদের শেখানো হয়,‘তোমার জন্ম হয়েছে বড় হয়ে বিয়ে এবং অনেকগুলো সন্তান উৎপাদনের জন্য৷' তবে এর একটি সমস্যা আছে৷ ওসাদশায়া জানালেন,‘‘এখানে অনেক ধরণের প্রতিযোগিতা চলে৷ সেটাই সব সর্বনাশের মূল৷ পুরুষরা সবসময়ই সবচেয়ে সুন্দরীকে বেছে নিতে চায়৷ আর যে কোন মেয়েই চায় সেরা সুন্দরী হতে৷ আকর্ষণীয় হতে৷ সবদিক থেকে পুরুষের মন জয় করতে৷'' কাঙ্খিত পুরুষকে না পেলে খাওয়া-দাওয়া বেড়ে যায় অনেকেই কাঙ্খিত পুরুষকে না পেয়ে একেবারে ছন্নছাড়া জীবন শুরু করে৷ নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ তারা এতদিন চেষ্টা করেছে নিজেকে বার্বি পুতুলের মত কাঠি করে রাখতে৷ আর যখন সম্ভব হয় না তখন তারা গোগ্রাসে খাওয়া-দাওয়া শুরু করে ৷ আর হঠাৎ করে এই ধরণের খাওয়া-দাওয়ার ফলে তাদের দ্রুত ওজন বাড়ে৷ তখন তারা যাওয়া শুরু করে বরিস কিরিশভের মত স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে৷ স্ত্রীরোগ বিশেষজ্ঞরা জানান, এই সব মহিলাদের হরমোনের সমস্যা রয়েছে৷ অথচ বাস্তব সত্য হল ৯৯ শতাংশ মহিলাই অনিয়মিতভাবে খাওয়া-দাওয়া করেন৷ স্ত্রীরোগ বিশেষজ্ঞ বরিস কিরিশভ জানান,‘‘রুশরা মিষ্টি খেতে পছন্দ করে৷ মিষ্টি যে কোন খাবার এখানে সবচেয়ে সস্তা৷ খাবারের মান কেমন সেটা একটা বড় প্রশ্ন৷ সেটা কোন অবস্থাতেই স্বাস্থ্যকর হতে পারে না৷ তা ঠিকমত হজম হয় না৷ আর ঠিক একারণেই তারা কিছুদিনের মধ্যে পুরোপুরি গোল হয়ে যায়৷'' ভাত, আলু, রুটি সবচেয়ে প্রিয় খাবার রুশ খাবারের মধ্যে গম, আটা, রাই এবং বিভিন্ন ধরণের সব্জি উল্লেখযোগ্য৷ সব্জির মধ্যে আলু আর বিটরুট সবচেয়ে বেশি খাওয়া হয়৷ ঠান্ডার মধ্যেও এসব সব্জি এবং শস্য চাষ করা সম্ভব৷ তবে এসব খাবারে শর্করা এবং শ্বেতসারের পরিমাণ বেশি৷ আর সস্তা হওয়ার কারণে রুটি আর মিষ্টি খাওয়া হয় সবচেয়ে বেশি৷ এলেনা নিকোলায়েভনা বললেন,‘‘আলু আর পাস্তা আমার খুব প্রিয়৷ পাস্তা খেলে ওজন বাড়ে তা আমি জানি৷ আর সবাই ‘ওজন বেড়ে যাবে' সেই ভয়ে অস্থির৷'' সরকার নিজেও এখন এই সমস্যা চিহ্নিত করেছে৷ খাদ্য ও পুষ্টি নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার প্রয়োজন য়ে রয়েছে তা বুঝতে পারছে সরকার৷ সমস্যা সমাধানে তৈরি করা হচ্ছে বিভিন্ন হেল্থ সেন্টার৷ পরামর্শের জন্য যৌন আবেদন ছড়ানো তরুণী অথবা স্থূলাকার বাবুশকা – যে কেউই সেখানেযেতে পারে৷ প্রতিবেদন: মারিনা জোয়ারদার সম্পাদনা: আব্দুল্লাহ আর-ফারূক" আর্টিক্যালটি অনুসারে বাবুশকা অর্থ নানী/দাদী অর্থাৎ বয়স্ক নারী। আবার পরে বলা হচ্ছে, "ইউরোপীয়ান মেডিক্যাল সেন্টার মস্কোর চিকিৎসক ইরিনা রাস বললেন কীভাবে একসময়কার যৌন আবেদনময়ী নারীরা এরকম মোটা-বেঁটে বাবুশকাতে পরিণত হয়"। প্রাপ্তবয়স্ক মানুষ কী করে বেঁটে হয়ে যায় বোঝা গেল না। তার ওপর সকল নানী-দাদী অর্থাৎ বাবুশকাদের মোটা-বেঁটে বলার অর্থটা কী? সকল বয়সের সৌন্দর্য আলাদা। নানী-দাদীদের বয়সী নারীরা বার্বিডলের মত হলে নিশ্চয়ই ভালো লাগবে না। এই প্রাকৃতিক বিষয়টাকে এভাবে উপস্থাপনের মানে কি? আরেকটা বিষয়, ডয়েশে ভেলের পাঁচটা লিঙ্কের মধ্যে অন্তত একতা যৌন সুড়সুড়িমূলক থাকবেই। এটা কী আঠারো প্লাস পোস্টে সয়লাব সামুর সাথে সামঞ্জস্য বিধানের জন্য? বিশ্বে কী গুরুত্বপূর্ণ খবরের অভাব পরেছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।