আমাদের কথা খুঁজে নিন

   

ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২

প্রথমেই আমি তাকে যাদু করতাম

সামহোয়ারইনে ভদ্র ভাবে সৎ ভাবে ভোট দেয়ার জন্য বলা হয়েছে। কিন্তু আমি দেখলাম এমনই সিস্টেম যে হাতে হাতে প্রতি মিনিটে ২০ টা ভোট দেয়া সম্ভব। সেখানে ঘন্টায়১০০০ ভোট দেয়া অসম্ভব না। প্রথমত: টুইটার জিনিসটাই অসহ্য। এটার রেজিস্ট্রেশনের কোন মা বাবা নাই।

কেন যে একে অন্য সাইট এত বিশ্বাস করে? কিছু দিন আগে ডিসপোজেবল ইমেইল দিতো অনেক সাইট। ১০ মিনিট পরে ইমেইল নাই হয়ে যাবে। সেসব দিয়ে টুইটারে লক্ষ জাংক একাউন্ট তৈরী হয়েছে। যেগুলো দিয়ে ব্যক্তিপ্রচার থেকে পর্ণগ্রাফি সব কিছুরই প্রচার চলে। অবশ্য সমস্ত সাইট ডিসপোজেবল ইমেইল বন্ধ করে দিয়েছে।

টুইটার চাপে পড়ে বন্ধ করলেও এর রেজিস্ট্রেশনে অলমোস্ট কিছুই লাগে না। গতকাল টুইটারে রেজিস্ট্রেশন করতে গিয়ে একটা আবিষ্কার করলাম। টুইটারের মত বড় সাইট খেয়াল করে নি যে জিমেইলে + চিহ্ন দিয়ে একটা পদ্ধতি আছে । @ চিহ্নের আগে + চিহ্ন দিয়ে যাই ইচ্ছা লিখলে জিমেইল সেই অংশটা ইগনোর করে। ফলে যে কেউ এই সুবিধায় হাজার হাজারও এড্রেস বানাতে পারবে, সবাই টুইটারের ফলোআপ ইমেইল পাবে ।

ভৈরিফাই করতে মেইল দিলে সেটাও পার হয়ে যাবে। উদাহরণ দেই নামে একটা একাউন্ট খুললাম একটু আগে। এখন নিচের ইমেইলগুলো দেখুন banglatest2011+ banglatest2011+ banglatest2011+ banglatest2011+ সব আসলে যাবে টুইটারের উচিত ছিল সেই চেকটা দেয়। দেয় নাই। সো যাস্ট + দিয়ে দিয়ে যত খুশি একাউন্ট খুলুন।

এখন আমি দেখলাম ২০ সেকেণ্ডের মধ্যে ৫ টা টুইটার একাউনট খুলে ফেলা সম্ভব। যারা এখনো ইমন জুবায়েরের জন্য ভোট দিতে যাবেন। মনে রাখবেন ভণ্ডদের দেশে সোজা আঙুলে ঘি উঠবে না। অযথা ২৪ ঘন্টা বসে না থেকে এরকম লক্ষটা টুইটার একাউন্ট বানান। আর একবার ভোট দেবার জন্য লগ আউট করে আবার ভিন্ন একাউন্টে লগইন করুন।

উদাহরণ দেবার জন্য একই জিমেইলে ৫ টা টুইটার বানালাম। আর প্যারালেল অনেকগুলো ভোট দেবার জন্য বারবার টুইটারে লগইন লগআউটে না গিয়ে ফ্লক, ক্রোম, সাফারি সহ একাধিক ব্রাউজার ব্যবহার করুন। পুরো পদ্ধতিতে হাজারও হাজারও ভোট দেয়া যাবে। আমি শিওর ঘরে ঘরে ভাগ্নেদের কিটক্যাট খাওয়ার বিনিয়মে এই কাজটি করালে অখ্যাত ব্লগও সেরা ব্লগে গৌরবে ভূষিত হতে পারে। অফ টপিক: এখন আমি দেখলাম লগইন করতে টুইটারে ইমেইল ভেরিফিকেশনও লাগে না।

বাহ! কেয়া মজা। মারো গণ্ডার লুটো ভাণ্ডার। প্রুফ অফ কনসেপ্টের জন্য এটা টাইপ করতে করতে ৫ টা ভোট দেয়া হল আর টুইটে সাক্ষী রেখে দিলাম। http://twitter.com/#!/banglavote1 http://twitter.com/#!/banglavote2 http://twitter.com/#!/banglavote3 http://twitter.com/#!/banglavote4 http://twitter.com/#!/banglavote5 @প্রতি ডয়েশে ভেল, আপনাদের সিস্টেমের দুর্বলতা প্রমাণ করার জন্য এটি যথেষ্ট। যদি ন্যুনতম লজ্জাবোধ থাকে তো এখনকার কনটেষ্টটি বাতিল করুন।

তারপর সিস্টেম ঠিক করে তারপর আবারও প্রতিযোগিতায় আসুন। এই ঢাকাতেই অনেক ভাল কোম্পানী পাবেন যারা কয় রাত কাজ করে এখনকার সাইটের চেয়ে অনেক ভাল জিনিস দিতে পারবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।