আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে মানুষ!

রফিকুল------ জন্ম-মৃত্যু অমোঘ সত্য। মৃত্যুর পরপরই পৃথিবীর সকল হিসাব-নিকাশের বাইরে চলে যায় মানুষ। প্রিয় মানুষটির মৃতদেহকে ঘিরে স্বজনদের অশ্রুপাত পরিবেশকে ভারী করে। স্বজনের কাছে মৃতদেহটিও হয়ে ওঠে পবিত্র। মৃত্যুর পর মৃতদেহটিও যখন চরম নিষ্ঠুরতা আর বর্বরতার শিকার হয়, তখন তা যে কোনো বিবেকবান মানুষের হৃদয়কে নাড়া দেয়।

গত মঙ্গলবার রাতে এমন একটি নির্দয়-নির্মম ঘটনা ঘটল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। রাজধানীর প্রবেশপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্যস্ত এলাকা যাত্রাবাড়ী। ওই এলাকার সাদ্দাম সুপার মার্কেটের সামনের সড়কে গত মঙ্গলবার রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। বয়স আনুমানিক ৪৫ বছর। ঘাতক যানবাহন ওই ব্যক্তির প্রাণ কেড়ে নিলেও দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকে লাশটি।

শুধু তাই নয়, মৃতদেহটির ওপর দিয়ে একের পর এক যানবাহন চললেও লাশটি সরানোর মতো সামান্য মানবতাবোধ কারও মধ্যে জাগ্রত হয়নি। এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যেন কিছু দেখেননি। অবিরাম যনবাহন চলায় ভেঙে যায় নিহতের শরীরের হাড়গোড়। থেঁতলে যায় গোটা শরীর। পরনের পোশাক আর শরীরের অনেক হাড় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রাস্তার ওপর।

সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস একটি বস্তা নিয়ে টুকরো টুকরো হওয়া মৃতদেহটি কুড়িয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে নিয়ে যান। যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম সমকালকে বলেন, দুর্ঘটনার খবর অনেক পরে পাওয়ার কারণেই এমন মর্মন্তুদ ঘটনা ঘটল। দুর্ঘটনার পরপরই লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া যে কারও নাগরিক ও নৈতিক দায়িত্ব ছিল। পুলিশ খবর পাওয়ার পরপরই লাশটি উদ্ধার করেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.