আমাদের কথা খুঁজে নিন

   

বাল্য কালের খেলা ।

কাকরা সব কিছু দেখছে দুষ্টু ছিলাম ছোট কালে, কাটত সময় ডালে ডালে মন ছিলো না ক্লাসে , ব্যস্ত নিজের কাজে খাতার নতুন পেজ গুলো , প্রেন হয়ে উড়ত কত মানজা মারা হেভি সুতা, অন্যের ঘুড়ি বোকাট্টা খেলতাম কত লাট্টিম, কথায় কথায় টাট্টুবারুজ খেলতাম বোমবাষ্টিংক, লাগলে বল সেটা আর কি বলব খুব ইন্টারেষ্টিং। করতাম কত ছুটো ছুটি , মেয়েদের সাথে বরফ পানি কানা মাছি ভো ভো , যারে পাবি তারে ছোঁ। খেলতাম মাঝে মাঝে কিতকিত পারতাম না বলে, মেয়েরা হাসত ফিকফিক। কাবাডি আর গোল্লাছুট, শুনতেই ভালো লাগতো খুব দাড়িয়াবান্দায় ছিলো ভারি মজা খেজুরের বিচির চার গুটি, লিচুর বিচির শত বাজি জমাতাম ম্যাজের মার্কা। কিভাবে ভুলি সাত চাড়ার খাপড়া ।

হঠাৎ করে আসত স্টপ, চাইতাম আমি কত মাফ কলম দিয়ে টিচারের টেবিলে ঠোকাঠুকি , রিকসার টায়ারের গুলটি। কত মজার বৗ চি। এক ফুটবলে কত লাফি, থাকতাম না কেউ গোলকি। নারকেল পাতার চশমা ঘড়ি, দৌড় দিতাম হাতে নিয়ে চরকি খেলতাম কত চোর ডাকাত, মজা হতো ঝড়ে কোন পড়লে গাছ সুপাড়ির পাতার টানা গাড়ি, চড়তে মজা লাগত ভারি আগুন জালাতে লাগতো বেশি মজা, এর জন্য পেতাম কত সাজা খেলতাম সাহস করে রস কষ, হারলেই হতো সর্বনাশ। কথায় কথায় পাঞ্জা, ডানো মগার বাজনা মজা ছিলো ডাঙ্গুলিতে, বাজি আমার দড়ি লাফে।

আজ এই ব্যস্ত জীবনে কত কথায় মনে পড়ে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.