আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জে শ্রম আইন বিষয়ে গোলটেবিল বৈঠক

শুক্রবার বিকালে জেলা আইনজীবী সমিতি (পুরাতন বার ভবন) মিলনায়তনে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এ বৈঠকের আয়োজন করে।
আলোচনায় সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
মূল প্রবন্ধে বলা হয়, দেশের ৭৬ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই পোশাক খাতে ৩৫ লাখ শ্রমিক কাজ করছে। শিল্পখাতে তাদের অবদান সবচেয়ে বেশি হলেও মজুরি পান সবচেয়ে কম।
কারখানাগুলোতে শ্রমিকদের জন্য বসবাসের কোয়ার্টার, শিক্ষা প্রতিষ্ঠান এবং খেলার মাঠ নেই।


পোশাক শিল্পের অগ্রগতি এবং এই শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনমান দেশে-বিদেশে আজ প্রশ্নবিদ্ধ, যার কারণে বর্তমান সময়ে এই শিল্প কঠিন অবস্থা অতিক্রম করে চলছে।
আলোচনায় শ্রমিক নেতৃবৃন্দ ন্যূনতম মজুরি আট হাজার টাকা, শ্রমিকদের জন্য আবাসন ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
প্রধান অতিথি শ্রম সচিব মিকাইল শিপার বলেন, বাংলাদেশ আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুসমর্থন করেছে, যেখানে শ্রমজীবী মানুষের সংগঠিত হওয়ার ও তাদের কথা বলার এবং দরকষাকষি করার অধিকারের কথা বলা হয়েছে।
তিনি শ্রমিক সংগঠনগুলোকে ধৈর্যর সঙ্গে গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে শ্রম আইন অনুযায়ী দেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখার আহবান জানান।
বৈঠকে আলোচক ছিলেন বিকেএমইএ সহসভাপতি মোহাম্মদ হাতেম, শ্রমিক নেতা সফিউদ্দিন আহমেদ, ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি, বিল্স এর সহকারী নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহমেদ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের সহকারী পরিচালক মো. বরকত আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক মাহমুদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ সমন্বযক আবু হাসান টিপু প্রমুখ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.