আমাদের কথা খুঁজে নিন

   

শহরের রাত বৃষ্টি



কালো পিচ কাঁচ বিছানো। তাতে বাহারী আলোর খেলা। ঝকঝকে তকতকে সব কিছু। যেন মাত্র গোসল শেষ করে বাথরুম থেকে বের হয়ে আসা কোন নারী। সে এখন আয়নার পাশে বসে ঠোঁটে লাল রঙ্গের লিপিস্টিক ঘষছে, একটু পড়ে সে যাবে একটা পার্টিতে, মন তার ফুরফুরে, তার গা থেকে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ।

আমাদের নাকে তা বিলাতি আঁতরের চেয়ে স্নিগ্ধ। তার সুস্বাদু , সুঠাম কোমরের ভাঁজে ভাঁজে যে সিক্ততা সেটা আজ আমার মনের মতো। জলের ধারার সাথেই , সারা দিনের শত শত পরাজয় আর বিরক্তি যেন ভেসে যায় শহরের কোন পাতালে, তাদের হয়তো আর খোঁজে পাওয়া যাবে না। অনেক উত্তেজিত পরিশ্রমের পর গাছগুলি ঘামে ভিজে একশেষ, একটু ক্লান্ত। জীবন্ত,সবুজ, সজীব বাতাস বুক ভরে পান করি।

খুব মায়া লাগে সব কিছু। বেঁচে থাকাকে সুখের মনে হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।