আমাদের কথা খুঁজে নিন

   

কি জানি কি বলতে চাই

শ্রাবনী খুঁজছে ভাবনার পথ...

কত কিই তো বদলে যায়। সময়ের প্রবল ঘুর্ননে কোন কিছুই আর থাকে না তার আগের জায়গায়। এই সেদিনও ছিলাম ছোট্ট এক দুরন্ত শিশু আর কেমন কেমন করে বড় হয়ে গেলাম। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ছাঁটে ভিজে ভিজে বৃষ্টির গান শুনতে শুনতে কখন মনটা বিষন্ন হতো! উদাসীন একাকী একটি মেয়ে চুপচাপ ক্লাসে বসে থাকত হৈ হট্টগোলের মাঝে। কেন যে তাল মিলিয়ে পা ফেলা হতো না প্যারেড গ্রাউন্ডে কে জানে।

টম সয়্যারের জন্য বুকের ভেতর কি ভীষন ভাল লাগা! শেষ কটি পাতা পড়া হয়নি বইটার। ছেঁড়া ছিল...। পুরোন বইয়ের ভাঁজে ভাঁজে নেশা ধরানো গন্ধে বুঁদ হয়ে পড়ে থাকা ঘন্টার পর ঘন্টা। পড়ার বই গুলো যেন হয়ে উঠল শুকনো ফুলের আশ্রয়স্থল। বইয়ের পাতায় পাতায় সুবাস।

দু'হাত ভরে ফুল নেবার তৃষ্ণা যেন কখনই মিটল না। কি লিখছি জানি না। লিখতে ইচ্ছা করছে আবার করছেও না। সেই আমার মেয়েবেলা আজ কি দুরের মনে হয়! সুদুর অতীতের সেই ভীষন দুষ্টু মেয়েটাকে দেখলে খুব অবাক লাগে ঐ মেয়েটিই কি আমি ছিলাম?! আজ সে কোথায় গেল? আর এখন বুকের মাঝেই বা কোন মেয়েটি বাস করে? সেই মেয়েটি দিন দিন কেমন অচেনা হয়ে যাচ্ছে!...তার অভিমান ভরা চোখে কি বলতে চায় বুঝি না। ফাঁকা মন নিয়ে রোজ সকাল হয় ।

ছুটতে ছুটতে কাজে যাওয়া। হাজারও অসংগতির মাঝে জোর করে মানিয়ে নেয়া। এর মাঝেই সেই অচেনা মেয়েটি চোখের সামনে নিয়ে আসে এক একটি দিনের ছবি। কত কত স্মৃতি!!! মনে পড়ে সেই ছোট্ট মেয়েটির কল্পনায় ভেসে যাবার দিন গুলি। মেয়েটি পরী হতে চাইত দেখতে চাইত সারা পৃথিবী উড়ে উড়ে।

রুপকথার বইয়ে আঁকা ছবি গুলো অবাক বিস্ময়ে দেখত। মেয়েটি রুপকথার মাঝে ডুবে থাকতে ভালবাসত। কবিতা পড়তে ভালবাসত থ্রিলার বইয়ের মাঝে মাথা গুঁজে দিনরাত পার করে দিতে ভালবাসত। মেয়েটি চায় না তার এই সরল জীবনের গল্পটি লিখি। তার প্রবল আপত্তির জন্যই আজ আর লিখছি না।

কখনও যদি মেয়েটি বলতে চায় তবে সে সোনাঝরা দিনলিপি লিখব। একটা কবিতা মনে পড়ছে--- বৃষ্টি -শাহীন মোমতাজ বসে আছি প্রাথমিক বৃষ্টি ব্যাকুলতা থেকে অংশত বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা অন্ধকার তরঙ্গিত করে দিয়ে কোন শব্দ নাই, আন্তঃনগর ট্রেন ফেল করা গন্তব্য রহিত যাত্রী সকলের আর্তনাদ ছাড়া। ইস্কুল পালানো খুদে ছাত্রটির মনে আজ মেঘ বৃষ্টি; আসন্ন কাদায় মাখা দেহ নিয়ে প্রত্যাবর্তনের কথা ভাবা তো যাবে না। ভিজে যাওয়া বই পত্রে শিক্ষক প্রদত্ত যত নির্দেশনা, গুরু বাক্য সমুচ্চয় রস সিক্ত হয়ে যাচ্ছে ক্রমে । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.