আমাদের কথা খুঁজে নিন

   

নদীতে ও আকাশে

শাকিলা তুবা

যখন তখন নদী আমায় ডাকে আমি মাথা পেতে দিই ঝর্ণার জলে আকাশের বুকে বিনিদ্র বালিশ মেলে ছাদে বয়ে চলা রিমঝিম বৃষ্টির পদধ্বনি শুনি শংকিত হই বারবার, আশান্বিতও। বেদনার রসে সিক্ত জামায় চোখের জলের আতর তোমার বুকে শুয়ে থাকে ভেনাসের পাথর মূর্তি কখনো দেখা হলে অচেনা দুই মানুষ চলে যাব দু’দিকে যদিও একবার কি ঘুরে তাকাবে না? তোমার পূর্বজন্মের নিয়তি ছিলাম, ভুলে যাবে? ঘর আমায় ডাকে যখন তখন বাহুতে বন্ধন বেড়ী পরায় নানা ছলে তবু একদিন ছড়িয়ে পড়ব নদীতে, আকাশে তুমি নও, ঘর নয়--- এখনো বৃষ্টির প্রতি বিন্দু আমায় আলো দেখায় আমি বুক পেতে দিই কষ্টের নোনাজলে ভাসি আর ডুবি, ডুবি আর ভাসি, আর শুধুই ভালবাসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।