আমাদের কথা খুঁজে নিন

   

নদীতে অনেক কচুরিপানা



'নদীর কুল নাই কিনার নাই, 'নদীর কুল নাই কিনার নাই, নদীর কুল নাই কিনার নাই, নদীর কুল নাই কিনার নাই...' চেয়ারে বসে, টেবিলে ব্যাকরণ বই রেখে ছেলেটি মাথা দুলিয়ে দুলিয়ে মুখস্থ করছে নদীর রচনা। আমার পায়ের শব্দে, সিঁড়ি দিয়ে নামবার সময় ৭/৮ বছরের ছেলেটি একবার আমার দিকে তাকাল। একটুপর, আবার সিঁড়ি ভেঙে উপরে উঠবার সময় ছেলেটি আরেকবার আবার আমার দিকে তাকাল। তখন সে মুখস্থ করছে দ্বিতীয় লাইন-- 'নদীতে অনেক কচুরিপানা ভেসে ভেসে যেতে দেখলাম' 'নদীতে অনেক কচুরিপানা ভেসে ভেসে যেতে দেখলাম' নদীতে অনেক কচুরিপানা ভেসে যেতে দেখলাম' নদীতে অনেক কচুরিপানা...'

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।