আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়েছি বিজন বনে বিভ্রমে

পুরনো আমিটাই ভাল ছিলাম...

পুরনো শ্মশানটা জেগে ওঠে মনে মৃতপ্রায় ঘাসফুল উঁকি দেয় না, ফেলে না নিঃশ্বাস মুছে গেছে রোদ্দুর-ছোঁয়া শিশিরের মতো আলগোছে ভরে ওঠা জলপাই পাতা ক্যানভাস বসে আছি নিঃসঙ্গ শূন্য সৈকতে তাজা ভেজা পায়ের ছাপ রয়েছে তাতে চলে গেছে খেয়ালী মরালীর মতো ফিরে দেখেনি বোকা মরাল ক্রন্দনরত যেটুকু পেয়েছি সেই ঢের তবে কোথাকার কে খুঁজে দেখেছে কবে কবিতার খাতার শব্দের ফাঁকে গুজে রেখেছে কবি অতীতের কাকে ক’ফোটা অশ্রু অথবা রক্তক্ষরণ নীরবে চেয়েছে কেউ হতে বিস্মরণ হারিয়েছি বিজন বনে বিভ্রমে যেথা সাদা ডেইজির বুকে বৃষ্টি জমে অনেকটা পথ এসেছি ফেলে সন্তর্পণে ফিরব কি ফিরব না জানা নেই।। Disclaimer: হঠাৎ হারিয়ে যাওয়া এক বন্ধুর কথা মনে করে বসে লিখে ফেললাম, পোস্টও করে ফেললাম। আমি কবি নই, কেউ এটাকে কবিতা ভেবে বকা দিবেন না দয়া করে। বন্ধু যেখানে থাকুক, ভাল থাকুক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।