আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যতার প্রলাপ

আপাতত ঘুরপাক খাচ্ছি!
ডানা ঝাপটানো পাখি আশাহত হয়ে বালুচরে বসে গুমরে কেঁদে পৃথিবী ধূলিসাৎ করে বারবার পদপীষ্ঠ হয়ে নিরাশার দোলাচালে খুরপাক খায় কাদাখোঁচা পাখি। পাখি কি জানে শূন্যে উড়াল? শূন্যেই ডানা শূন্যেই আশা জন্ম তার অচিনভূমে, একদিন হাওয়ায় মিলাবে ডানা। এসেছো ধরায় ঠোক্কর মারো ঘেটেই খাও বৃথা শূন্যতার মায়াকান্না করো না তোমার চলার পথে খুটে খাবে আগন্তুকেরা। তোমার প্রজন্ম রক্ষার্থে নতুন নাচ শেখো, শেখাও বালুচর বদলানোর কারুকার্য হেয়ালী সময়ের চাবিকাঠি তোমার হাতেই, যত দিন বাঁচো ডানা ঝাপটাও। শেষ গন্তব্য দ্বিধার দ্বার খুলে এসো নিমন্ত্রণ গ্রহণ করো উষ্ণতায় উষ্ণতায় রাঙিয়ে দাও ঠোটের কোণের মরিচীকা দ্রবীভূত করো শিমুল দলের রক্তিম আভায়। বৃথা কাঙাল মনের দাহ করো ময়ুরপঙ্খী কুশ পুত্তলিকা জ্বালাও জল জোছনা পুরনো ব্যাধি উপমা অনেক দিয়েছি এবার হাওয়ায় ভাসাও কুঠুরীবদ্ধ করো নচেৎ নিদ্রাহীন রাত ভাজ করো। অনেক হয়েছে ধারদেনা চলো শোধরাই মিলেমিশে হারিয়ে যাই মেঘচূড়ায় শূন্য শূন্য অসীম শূন্য শূন্যতার ব্যাপ্তি পরিমাপ করি ইচ্ছেরা অপারগ হলে যাত্রা থামিয়ে দাও জেনে রেখ জানিয়ে দিলাম শেষ গন্তব্যের ঠিকানা। ছবিসূত্র: নিজস্ব এলবাম।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।