আমাদের কথা খুঁজে নিন

   

শূন্য ও শূন্যতার

স্বপ্ন যদি ছায়া ছুঁয়ে যায়...........

তবে ঝড়ে যাক যাবতীয় অসন্তোষ,মেদস্ফিত চলমান নেতি উদ্ভ্রান্ত জীবনের বিভঙ্গ প্রশ্বাসে আসুক সময়ের পাললিক আত্মতা অত:পর আত্মতা খুইয়ে আমরা বেঁচে উঠি শান্তির স্ফটিক প্রতিভাসে আমার দহনের তীব্রতম দিনগুলোর বিপরীতে আগ্নেয় দৃষ্টিতে চেয়েছি পুলক অবন্ধনের আর্তিতায় অসাড় হৃৎপিণ্ড কেবল মুখরিত জায়মান প্র্রেমে তাবৎ সংঘাত ও দ্বন্দ্বের শোকার্ত অঙ্কুরে তবু গজায় আনন্দ, কোনো সম্পূর্ণ চিন্তা নেই মানুষের যেখানে তৃপ্ত আত্মারা সচ্ছন্দে হতে পারে বিলীন নিগুঢ় গহ্বরে এমন মৃত্যু আনি যাতে তৃপ্ত জীবন ন্যূজ্ব ও আচ্ছন্ন লজ্জায় সংকটময় যাপনের উর্দ্ধে সেই তোমার চোখ যা সকল পতন ধরে রাখে অনাকাঙ্খিত শান্তির সম্মুখে ভাসিয়ে রাখে প্রাসাদমান মর্তের অমরা সর্বস্বতার খেলায় ভবিষ্যত নাচুক রক্তের সুগন্ধি এনে, আততাই প্রেমিকারা জানুক আদ্রতার ভাষা, সঞ্চারণশীল অলীকের প্রার্থনা এবং বাগানগুলো ভরে উঠুক নিশ্চয়তায় নিয়তী ও অন্য যা কিছু রাত্রি কেড়ে নেয় স্থিত বিশ্বাসে সেই সব আত্মরা মুক্ত হয় বাতাসে বিক্ষত মেঘের মতো মিলিয়ে যায় সীমাহীন বর্ষণে রক্ত বর্ণ বিণ্যাস জ্যোৎস্নার নতো মুখ ও এই অন্ধকারের নেপথ্যে কোথাও হারিয়ে ফেলা নৈঃশব্দের নদীর মতো অন্তরঙ্গ অপরূপ সব চিত্রপট এরপর কোনো প্রজাপতি রাত ধরে হেঁটে যাওয়া উলঙ্গ সন্ধ্যা যদি গোধূলীর সব রং মুছে দিয়ে বিপন্নতার কোলাজে আঁকে সিতপুস্পের উজান পরিযায়ী পাখির মতো খুঁজে যাবো ণীলপন্থি আকাশ বিমুর্ততার ভেতর একটি ব্যাক্তিগত ঠিকানা প্রতিশ্রুতি ও অচেনা যা কিছু জুড়ে থাকে আড়ষ্ঠ বুকে কোনো মখমল স্বপ্নে অনাম্নী গৃহবাস থেকে উঠে এসে অর্ধেক সত্তায় বিনত সন্ধ্যার পাঁজর ছুলে নামবে উৎসব বাকী সব পোড়ামাটি... শূন্য ও শূন্যতার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।