আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যতার যৌথখামার

অন্ধকার; মৃত নাসপাতির মতন নীরব

আমি জ্যোৎস্নাফুলে সাজান এই নক্ষত্রবাগীচায় ঋতব্রত বনমালী, রাতারণ্যে নিরন্তর বদলে চলেছি প্রতিবিম্বের ব্যাপ্তি, ফুলকিরণ । জোনাকিদের এই বাতিঘরে তুমি রেখে গ্যাছো কসমিক এক শুন্যতা, এইখানে দীর্ঘরাত্রি ক্ষয় করে তারাগুলো নির্বাণোন্মুখ হয়ে উঠে । সবুজ ছায়ারা হেলে গ্যালে, আমিই নক্ষত্রবণিক, ম্রিয়মাণ অতিকায় নক্ষত্রদের উদ্ধরণে আকাশের ক্যানভাসে নির্মাণ করি ঝুলটানেল, অতীত স্বপ্নসুরে মীড় মিলিয়ে সানাই নক্ষত্রগীত, মৃত্যুভূক আঁধারে ফোটাই ফিনিক । ধূপছায়ার ভেতরে আঁধার ঢুকে পড়লে অশরীরীরা ওত পেতে থাকে পাঁচিলে পাঁচিলে । আলোর ফুলকি দেখে হতভম্ব কালো বিড়াল পাঁচিলে আঁচড় কাটে বারংবার । আমি হাঁটি স্মৃতি স্মরণি ধরে, অলিগলি পথের অবস অনুভুতির দেয়ালে দেখি রক্তাত্ব মুরাল । তোমাকে বার বার ভেঙ্গে আবার গড়ি । শূন্যতার অপরিমেয়তায় ফিরে দেখি কোথাও কেউ আর নেই। তোমার আমার অন্তহীন শূন্যতার এই যৌথখামারে জেগে থাকে শুধুই শাদা নাসপাতিফুল আর বাতাসে রটে পড়ে কিছু কসমিক টিডবিট । ২২০৯১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।