আমাদের কথা খুঁজে নিন

   

শান্তি পদক নিলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ



যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক দলিল ফাঁস করে হৈচৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ সিডনি শান্তি পদক গ্রহণ করলেন। মানবাধিকারের প্রতিষ্ঠায় অসাধারণ সাহসিকতার পরিচয় দেওয়ায় অস্ট্রেলীয় সংস্থা 'সিডনি পিস ফাউন্ডেশন' তাকে এ পুরস্কার দিলো। মঙ্গলবার লন্ডনে আনুষ্ঠানিকভাবে অ্যাসাঞ্জের হাতে এই স্বর্ণপদক তুলে দেওয়া হয়। গত ফেব্রুয়ারি মাসেই এ পুরস্কারের জন্য অ্যাসাঞ্জের নাম ঘোষণা করেছিল পিস ফাউন্ডেশন। তার হাতে এ পদক তুলে দেওয়ার খবরটি বুধবার জানিয়েছে 'দ্য হিন্দু' পত্রিকা।

পদক নেওয়ার সময় অ্যাস্যাঞ্জ বলেন, "উইকিলিকস নিয়ে আমরা সবাই এক সংগ্রামে লিপ্ত। রাষ্ট্রের চুলচেরা বিচার-বিশ্লেষণ করা নাগরিকের অধিকার ও কর্তব্য- এ ধারণা সমুন্নত রাখার জন্যই এ লড়াই। " উইকিলিকসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ'র তদন্তের সমালোচনাও করেন অ্যাসাঞ্জ। মার্কিন পন্ডিত প্রফেসর নোয়াম চমস্কি অ্যাসাঞ্জের পদক প্রাপ্তির প্রশংসা করেছেন। তিনি বলেন, "মুক্ত সমাজের একজন নাগরিক হিসাবে আপনি যেভাবে আপনার দায়িত্ব পালন করে সমাজের অন্যান্য নাগরিকদের কাছে সরকারের কর্মকান্ড তুলে ধরেছেন তাতে আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

" উইকিলিকসে যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক দলিল ফাঁস করে দিয়ে ওয়াশিংটনের রোষের মুখে পড়েন জুলিয়ান অ্যাসাঞ্জ। যৌন নিপিড়নের অভিযোগে সুইডেনে দায়ের হওয়া একটি মামলায় তাকে লন্ডনে গ্রেপ্তারও করা হয়। বর্তমানে তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। ব্রিটেন ত্যাগে নিষেধাজ্ঞা থাকায় পদক নিতে সিডনি যেতে পারেননি অ্যাসাঞ্জ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.