আমাদের কথা খুঁজে নিন

   

অবলা পুরুষ



আদ্যিকাল হতে অবলা উপাখ্যান নারী রেখেছে সাজিয়ে, সময় এসেছে মালা বদলের, স্থান দিতে হবে তারে। ভিতরে দুর্বল,বাইরে দেখায় প্রতিপত্তের জোর, পুরুষ সে জীব,বেধে ফেল তারে বাঁধিয়া অবলা ডোর। যে জন নারী সহে অন্যায়,করে না প্রতিবাদ অবলা পোষাক তারই জন্য,তার তরে এ অপবাদ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে ঘৃনা যদি সম তবে কেন পুরুষ অবলা হবে না,দায়ী যখন তারা সম? স্ত্রীর গায়ে কালসিটে হয়ে পৌরুষ বাঁচিয়া থাকে একে যদি বলে বেঁচে থাকা,ধিক তবে এর তরে! হাতের জোরে নয় মনের জোরে ভালোবাসা দেয় ধরা, একবার ভালোবাসিয়া দেখো প্রেমে সিক্ত হবে ডালা। পথে যেতে যেতে নারীর দেহে শোভে যৌনের থাবা এ থেকে বেঁচে যায় যদিও মুখ থাকে কালি মাখা। তোমার লজ্জ্বা,তোমার পাপ আর কতকাল নারী সইবে সাহস নাই যখন ভুল গৃহীবার, অবলা তোমরাই রইলে। নারীকে রেখে বন্দী দেয়ালে সমাজ বাধিয়াছ মিছে যে সুখের খোঁজে,সে সুখ পাখি ধরা কি কভুও দিবে? অর্ধেক শক্তি অর্ধেক আয়ু যুদ্ধ কেমনে জেতাবে সহজ এ তত্ত্ব যার বোধগম্য নয় অবলা কি সে নহে? নারী কাঁদে-দোহাই পুরুষ মোরে দে ভালোবাসিবারে হাতে হাত রেখে চল উড়ে চলি,সেই বিশ্বের পরে। যেখানে ঝরিবে বৃষ্টিধারা গাইবে সাম্যের গান নারী-পুরুষ প্রতিদ্বন্দ্বী নয়,দুজন সমানে সমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।