আমাদের কথা খুঁজে নিন

   

বিনিয়োগকারীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আমি বাংলার...।

বিনিয়োগকারীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঢাকা ডেস্ক :: ২৪ ঘণ্টার মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতেকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠনের প্রক্রিয়ার সম্পন্ন করারও দাবি জানিয়েছে বিনিয়োগকারীরা। অব্যাহত দরপতনের প্রেক্ষিতে আজ সোমবার ডিএসই'র সামনে অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি আজকের মত স্থগিত করে এসব দাবি জানান সাধারণ বিনিয়োগকারীরা। এসব দাবিসহ মোট দশ দফা দাবি জানানো হয় সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে।

এসব দাবির মধ্যে রয়েছে বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি প্রদান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ, গ্রেফতারকৃত সকল বিনিয়োগকারীদের নি:শর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও বাজার থেকে চুরি করা অর্থ ফিরিয়ে আনা। এর আগে বেলা ১১টা ২০ মিনিটের দিকে ডিএসই সাধারণ সূচক ১৩৭ পয়েন্ট কমে গেলে অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন শুরু করে সাধারণ বিনিয়োগকারীরা। এ সময় আনোয়ার হোসেন নামে বিক্ষুব্ধ বিনিয়োগকারী গাড়িতে হামলা চালালে তাকে আটক করে পুলিশ। তবে বেলা আড়াইটার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ। এর পরে বিনিয়োগকারীরা ডিএসই'র সামনে কর্মসূচি চালিয়ে গেলেও পুলিশ কোন ধরনের বাধা প্রদান করেনি।

এভাবে বেলা সোয়া তিনটা পর্যন্ত কর্মসূচি চলতে থাকে। এরপর উলি্লখিত দাবি জানিয়ে আজকের মত কর্মসূচি স্থগিত করা হয়। তবে বাজারে স্থিতিশীলতা ফিরে না আশা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলতে থাকবে বলে জানান বিনিয়োগকারীরা। এতে বক্তৃতা করেন বাংলাদেশ পুঁজিবাজার ঐক্য পরিষদের আহ্বায়ক মিজানুর রশিদ চৌধুরী, সদস্য সচিব জাহাঙ্গির আলম, সহ সদস্য সচিব একেএম সাহাদাত উল্লাহ ফিরোজ, ঐক্য পরিষদের সদস্য আনোয়ার হোসেন, মো. গোলাপ হোসেন, সাধারণ বিনিয়োগকারী এমএ তারেকসহ আরো অনেকে। এদিকে সাধারণ বিনিয়োগকারীদের বিভিন্ন কর্মসূচির ঘোষণা চলতে থাকলে দিনশেষে ডিএসই'র সাধারণ সূচক বড়েছে ২৭ দশমিক ৩৩ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ।

এর আগে বেলা ১২টার দিকে ডিএসই সাধারণ সূচক ২০১ পয়েন্ট কমে যায়। তবে এর পর থেকে সূচক বাড়তে থাকে। দিনশেষে ডিএসই সাধারণ সূচক অবস্থান করছে ৫৬৩৮ দশমিক ৮০ পয়েন্ট। আজ ডিএসইতে মোট ২৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৭২টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির দাম।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৬ কোটি টাকার শেয়ার। যা গতকালের লেনদেনের চেয়ে ৩৬ কোটি টাকা কম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.