আমাদের কথা খুঁজে নিন

   

কোটি টাকা জেতার অনুষ্ঠানের উপস্থাপনা করবেন আনিসুল হক



আর মাত্র এক দিন। দেশ টিভিতে শুরু হচ্ছে কোটি টাকা জেতার অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম। নাম ‘কে হবে কোটিপতি?’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আনিসুল হক। আয়োজকদের একটি সূত্র গতকাল রোববার তাঁর উপস্থাপনা করার খবরটি নিশ্চিত করেছে। এ ব্যাপারে আনিসুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখনই কিছু বলতে চাইছি না।

এটা দেশ টিভি কর্তৃপক্ষই ভালো বলতে পারবে। ’ সূত্রটি আরও জানিয়েছে, আনিসুল হকসহ আয়োজকদের একটি দল সম্প্রতি ভারতের মুম্বাই যায়। সেখানে ওই দলের সদস্যরা কাছ থেকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানটির ধারণকাজ দেখেছেন, কথা বলেছেন অনুষ্ঠানটির উপস্থাপক অমিতাভ বচ্চনের সঙ্গে। ওই সময় অমিতাভ বচ্চনকে দিয়ে আয়োজকেরা অনুষ্ঠানটির জন্য একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করেন। আর তা এখন নিয়মিত দেখানো হচ্ছে দেশ টিভিতে।

দেশ টিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আজ সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে অনুষ্ঠানটির উপস্থাপকের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হবে। কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আগ্রহী প্রতিযোগীদের নিবন্ধন কার্যক্রম। প্রথম সাত দিন দেশ টিভিতে প্রশ্ন দেখানো হবে। সঙ্গে থাকবে পাঠানোর নিয়ম।

বাংলাদেশের যেকোনো নাগরিক এতে অংশ নিতে পারবেন। প্রাথমিক বাছাইয়ের পর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে প্রথম পর্যায়ের প্রতিযোগিতা হবে। সেখান থেকে বিজয়ীদের নিয়ে আগামী জুন মাসের মাঝামাঝি শুরু হবে মূল অনুষ্ঠান। আর মূল অনুষ্ঠানটির জন্য সেট তৈরি হবে এফডিসিতে। সুত্র : প্রথম আলো


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.