আমাদের কথা খুঁজে নিন

   

একটা পুরাতন কৌতুক+++++



এক গ্রামে এক ধনী ইমাম সাহেব ছিলেন। গ্রামের দরিদ্র মানুষজন তার কাছ থেকে প্রয়োজনে জিনিসপত্র ধার করত। ইমাম সাহেব তাতে কিঞ্চিৎ বিরক্ত হতেন। একদিন তিনি বাইরে যাওয়ার আগে তার বুদ্ধু চাকর ‘ভোলা’কে বলে গেলেন কেউ কিছু চাইলে যেন না দেয়। দুপুর বেলা একজন লোক এসে ইমাম সাহেবের বটিটি ভলার কাছে ধার চাইল সে বলল “সাহেব মানা করসে, দেওন যাইব না”।

লোকটি আহত হলো এবং ভাবলো ইমাম সাহেব এমন আদেশ দিতে পারলেন। রাতে ইমাম সাহেব ঘরে ফিরে এই ঘটনা শুনে বললেন, “এভাবে বলবি না। বলবি বটি ভোতা, কাজ হবে না”। পরদিন খুব বৃষ্টি ছিলো। একজন বৃদ্ধ বাইরে বের হবেন বলে ইমাম সাহেবের ছাতাটি ভোলার কাছে চাইতে আসলেন।

ভলা তাকে বলল, “ছাতা ভোতা কাজ হবে না”। লোকটি ভোলাকে পাগল বলে হাসতে হাসতে বাড়ি চলে গেলো। রাতে ইমাম সাহেব এটা শুনে ভোলাকে বলল “ ওহে বুদ্ধু! তুই এটা বললি কেন? তুই বলতি ছাতা ফোঁটা গড় গড়াইয়া পানি পরে তাই দেওয়া যাবে না”। পরদিন একজন কৃষক এসে ইমাম সাহেবের গরুটা চাইলে সে বলল “গরু ফোঁটা গড় গড়াইয়া পানি পরে তাই দেওন চাইবো না”। কৃষক্টি ভোলার উপর বিরক্ত হয়ে বকা দিতে দতে এবং উপহাস করতে করতে চলে গেলো।

। রাতে ঘটনাটি শুনে ইমাম সাহেব তার উপর তীব্র বিরক্ত হয়ে বললেন, “তোর মাথায় কি বুদ্ধি-সুদ্ধি নাই? তুই এভাবে বললি কেন? বলবি গরু পোয়াতি, নড়তে চড়তে পারে না। কাজ হবে না । পরদিন সেই গ্রামে একদল তালিমের লোক এসেছিলো যারা গ্রামে ঘুরে ঘুরে তালিম দেয়। তারা ইমাম সাহেবের বাড়িতে গিয়ে ইমাম সাহেবের খোঁজ করতেই ভোলা বলল, “ ঈমাম সাহেব পোয়াতি, নড়তে চড়তে পারে না।

কাজ হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.