আমাদের কথা খুঁজে নিন

   

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাতিজা বলে কথা!!! বেরসিক পুলিশ বুঝতে পারে নাই যে সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাতিজা

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...

আটকের কয়েক ঘণ্টা পর ছাড়া পেয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাতিজা। আজ রোববার রাত নয়টার দিকে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। এর আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র বাতিল করা নিয়ে বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে আজ সন্ধ্যার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাতিজা আমিনুল হককে আটক করে পুলিশ। তবে পুলিশের দাবি, মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় আমিনুলকে আটক করা হয়েছিল। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বেড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল আজ।

মনোনয়নপত্রে ত্রুটির কারণে উপজেলার জাতসাকিনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও আওয়ামী লীগের স্থানীয় নেতা আইয়ুব আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আমিনুল নির্বাচন কর্মকর্তাকে মনোনয়নপত্রটি বহাল রাখতে অনুরোধ করেন। মনোনয়নপত্র বহাল না করায় আমিনুল ক্ষিপ্ত হয়ে নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে তাঁকে গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় নির্বাচন কর্মকর্তা বিষয়টি পুলিশকে জানালে বেড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে আটক করে। বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় কিছু লোক কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

কিন্তু তাঁরা কে বা কারা, তা আমার জানা নেই। আমি বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি। ’ তবে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বলেন, কোনো অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়নি। মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

বেরসিক পুলিশ বুঝতে পারে নাই যে সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাতিজা । সূত্রঃ- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.