আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়ার বর্তমান সংঙ্গা

প্রধান সম্পাদকঃ বালুচরবিডি ডট কম। মিডিয়া, মিডিয়া, মিডিয়া। এই একটা কথা বলতে বলতে অস্থির হবার জোগাড়। মানুষের মুখে, ফেসবুকে, ব্লগে সবখানেই মিডিয়া নিয়ে আলোচনা। এই সব দেখে শুনে আমার খুব মন চাইতেছে ‘মিডিয়া’র বর্তমান(!) সংঙ্গাটা জানতে।

বর্তমান কথাটা বললাম কারন, অতীত-বর্তমান-ভবিষ্যৎ সব জিনিসেরই এই তিনটা কালের তিনতা ভাগ আছে। যেমন ধরুন- অতীতের মানুষ আর বর্তমানের মানুষ এক না। আবার বর্তমানের মানুষ ভবিষ্যতের মানুষের সাথে মিলবে না। তাই বর্তমানে মিডিয়া আসলে কি? এসব কথার উত্তর খুঁজে পাওয়া যায় না। এগুলো অবান্তর(?) প্রশ্ন।

কিন্তু যখনই দেখি দু’টি মিডিয়ায় প্রচারিত/প্রকাশিত তথ্য এক হয় না, একটু খানি বা সম্পূর্ণ আলাদা হয়- তখন আর মনের মধ্যে নিজের প্রশ্নগুলোকে চেপে রাখতে পারি না। যখনই দেখি সাগর-রুনি তাদের বেডরুমে খুন হয় তখন নিজেকে আর ধরে রাখা যায় না। বুঝতে শিখে ধরে দেখছি, যখন যেই সরকার ক্ষমতায় আসছে- মিডিয়া তখন সেই সরকারের পক্ষে সাফাই গাইছে। গাইবেই বা না কেন? খসে পড়ার ভয় তো সবারই আছে। আছে আপনারও, আমারও।

তবে মানুষকে বিভ্রান্ত করার অধিকার নেই কোন গণমাধ্যমের। যাই হোক, বর্তমান মিডিয়া বলে আর গণমাধ্যম বলেন আর সংবাদ মাধ্যম বলেন- তাদের একটা সংঙ্গা আমি কল্পনা করেছি। বিষয়টা এরকম- ‘খসিয়া পড়িবার ভয়ে ভীত হইয়া যেই আশ্চর্য বস্তু মানুষকে বিভ্রান্ত করিতে মোটেই দ্বিধাবোধ করে না, উহাই মিডিয়া/গণমাধ্যম/সংবাদ মাধ্যম’। মিডিয়ার বর্তমান সংঙ্গা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।