আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়ার গাড়ি

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ ৩. মফস্বলের ছেলে, তাই এস এ পরিবহনের সঙ্গে আর্থিক লেনদেনের অভিজ্ঞতা আমার বেশ পুরোনো। হঠাৎ শুনলাম, তারা টিভি বানাচ্ছে। ভাবলাম, বরিশালের সেই খান সন্সের মতো সাদাকালো টিভি সেট বানাবে। ওমা, পরে দেখি সেটা টিভি স্টেশন বানাচ্ছে। তাও বাংলাদেশের আধুনিকতম একটি স্টেশন! চ্যানেল আইয়ের মাদার অর্গানাইজেশন ইমপ্রেসও কিন্তু এস এ পরিবহনের ব্যবসায় ভাগ বসিয়েছে। আই পোস্ট নামে একটি পার্সেল সার্ভিস চালু করেছে। তবে কি এবার এস এ'র রিভেঞ্জ নেয়ার পালা? হয়তো দেখা যাবে, সারা দেশে পার্সেল বহনকারী কাভার্ড ভ্যানগুলোতেও এস এ টিভি'র লোগো লাগাবে প্রতিষ্ঠানটি। টিভি স্টেশনের লোগোর অনেক সুবিধা, পুলিশী ঝামেলা নেই। আর তাই, মাদক-আদম থেকে শুরু করে যে কোনো চোরাচালান বেশ নিরাপদেই সম্ভব!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।