আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্স ৪-এ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের প্লাগইন ইন্সটল করা

আমি সব কিছু সহজভাবে চিন্তা করতে চেষ্টা করি।

আমরা যারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার(আইডিএম) ব্যবহার করি, তারা প্রায় সবাই জানি যে এটার একটা ভাল প্লাগইন(IDM CC) আছে। কিন্তু দুঃখের বিষয় হল ফায়ারফক্স ৪ এটিকে সাপোর্ট করে না! কিন্তু খুব সহজেই আমরা এখন প্লাগইনটি ফায়ারফক্স ৪-এর জন্য একটিভেট করতে পারি। তার আগে যারা প্লাগইনটির কাজ সম্পর্কে জানে না, তাদেরকে এটি সম্পর্কে একটি হালকা ধারনা দিচ্ছি। নিচের ইমেজ দুটি দেখুনঃ প্রথমটি প্লাগইন ইন্সটল ছাড়া ফায়ারফক্সের কোন ওয়েব প্লেয়ার-এ ডাউনলোড অপশন কেমন দেখায় সেটির ছবি, আর দ্বিতীয়টি প্লাগইনটি ইন্সটল থাকলে ফায়ারফক্সের কোন ওয়েব প্লেয়ার-এ ডাউনলোড অপশন কেমন দেখায় সেটির ছবি।

ধরুন, আপনি ওয়েবে একটি অচেনা ভিডিও দেখলেন কষ্ট করে বাফারিং সহ, সম্পূর্ণ দেখার পরে আপনার ভাল লাগল, তাই ডাউনলোড দিলেন সেটি। ভিডিওটি ওয়েব প্লেয়ার-এ যতক্ষণ লেগেছিল দেখতে, ঠিক ততক্ষণ সময় ধরে ডাউনলোড হল। কিন্তু এক্ষেত্রে যদি প্লাগইনটি ইন্সটল করা থাকে, তাহলে ওয়েব প্লেয়ার-এ সম্পূর্ণ ভিডিও দেখার পর ডাউনলোড অপশন-এ ক্লিক করা মাত্রই সেটি ডাউনলোড হয়ে যাবে চোখের পলকেই! প্লাগইন ইন্সটল করা না থাকলে IDM দিয়ে ওয়েব প্লেয়ার থেকে কোন ভিডিও ডাউনলোড করলে সেটি সবসময় vidioplayback নামে সেভ হবে, কষ্ট করে আবার রিনেম করা লাগা দরকার হতে পারে সেটি। প্লাগইন ইন্সটল থাকলে সেই ঝামেলা নেই। আবার ধরুন, একটা পেজ-এ অনেক ভিডিও আছে, সবগুলা ওয়েব প্লেয়ার-এ দেখে দেখে নামানোর সময় আপনার নেই।

এমন যদি হয় এক ক্লিকেই আপনি ঐ পেজের সব ভিডিও ডাউনলোড করে ফেলতে পারবেন, পরে সময় করে পিসি থেকে যেসব ভিডিও ভাল লাগবে না, সেসব ডিলিট করে ফেলতে পারবেন। প্লাগইন ইন্সটল থাকলে যেভাবে এক পেজের সব ভিডিও ডাউনলোড করতে পারবেনঃ পেজটির যেকোনো জায়গায় রাইট ক্লিক করে "Download all flv vidio with IDM" অথবা "Download all link with IDM" দিলেই ঐ পেজের সব ভিডিও ডাউনলোড হয়ে যাবে। প্লাগইন ইন্সটল না থাকলে ঐ অপশনগুলা আসবে না। আর যারা ওয়েব ডেভেলপার এর কাজ করে, তাদের যদি কখনো একটি ওয়েবসাইট সম্পূর্ণ ডাউনলোড করার প্রয়োজন হয়, তাহলে এই প্লাগইন এর "Download all link with IDM" অপশন টা যে কি দরকার টা আর বলার দরকার হয় না। যাক, এবার কাজের কথায় আসা যাক, প্লাগইনটা যেভাবে একটিভ করবেন ফায়ারফক্স ৪-এঃ এই লিংক থেকে প্রথমে ফাইলটি ডাউনলোড করেন এটি একটি .xpi ফাইল।

এটি নরমাল ভাবে সেটআপ দেয়া যায় না। এর জন্য যেটি করতে হবে তা হল, ফায়ারফক্সের যেকোনো একটি পেজ খুলুন, এরপর যেখানে .xpi ফাইলটি ডাউনলোড হয়েছে, সেখান থেকে ড্রাগ করে এনে ফায়ারফক্স পেজের উপর ছেড়ে দিলেই একটি বক্স আসবে, সেখানে "install now" অপশন-এ ক্লিক করলে সেটি ইন্সটল হয়ে যাবে, এরপর ফায়ারফক্স রিস্টার্ট চাবে, রিস্টার্ট করবেন। ব্যাস হয়ে গেল কাজ। এবার ফায়ারফক্স ৪-এ উপভোগ করতে থাকুন IDM-এর পূর্ণ সুবিধা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.